এবার ব্যবসায় বড় অঙ্কের বিনিয়োগ করতে চলেছে আইটিসি লিমিটেড। সদ্য সংস্থার চেয়ারম্যান ও এমডি সঞ্জীব পুরী জানিয়েছেন, আগামী ৫ বছরে রাজ্যে আইটিসি ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে। তাদের বিভিন্ন ব্যবসায় এই লগ্নি হবে। স্বভাবতই দেশে কর্মসংস্থানের দিক থেকে এটি বড় খবর।
আইটিসি এই ২০ হাজার কোটির বিনিয়োগ তার বিভিন্ন ব্যবসায় করতে চলেছে। উল্লেখ্য, হোটেল ব্যবসা থেকে সিগারেট, বিভিন্ন খাতে আইটিসির ব্যবসায়িক প্রসার রয়েছে। এই ব্যবসায়িক প্রসারতাকে আরও এগিয়ে নিয়ে যেতে বড় ঘোষণা করেছে আইটিসি। আইটিসির এমডি ও চেয়ারম্যান সঞ্জীব পুরী জানিয়েছেন, ‘ভারতে আমাদের আস্থা অটুট এবং মধ্যমেয়াদে ITC-এর প্রায় ২০,০০০ কোটি টাকার বিনিয়োগ ব্যয়ে তা প্রতিফলিত হয়।’ শুক্রবার কোম্পানির ১১৩ তম বার্ষিক সাধারণ সভায়, চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক সঞ্জীব পুরী বলেছেন, যে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে সংস্থা গিয়েছে, তার মাঝেও আইটিসির বিভিন্ন ব্য়বসায় যে এত বিনিয়োগ হয়েছে, তা সংস্থার ব্যবসাকে উদীয়মান একটি অবস্থানে নিয়ে গিয়েছে।
( Rain Forecast in West Bengal: ভরা শ্রাবণে রবিবার কলকাতার আবহাওয়া কেমন থাকবে? রাজ্যের বৃষ্টির পূর্বাভাস একনজরে)
( Maharani of Baroda:‘রাজপরিবারের সংসার চালানো কঠিন হয়েছিল,সোনার বাসন বিক্রি করতে হয়’,বরোদার রাজবধূর কথায় খিল্লি নেটপাড়ায়)
( Foxconn in Tamil Nadu: এবার ফক্সকনের তামিলনাড়ুর ইউনিটে শুরু হতে পারে আইপ্যাড ‘অ্যাসেম্বল’ এর কাজ!)
সঞ্জীব পুরী জানিয়েছেন, আইটিসি যে ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে, তার মধ্যে ২৫ থেকে ৪০ শতাংশ ভোগ্যপণ্যে বিনিয়োগ হবে। তারপর রয়েছে পেপার বোর্ড, প্যাকেজিং ও বাকি সেক্টর, যেখানে টাকার বাকি অংশ বিনিয়োগ হবে।
( Cheating in CSIR NET: সিএসআইআর নেট পরীক্ষায় ‘রিমোট অ্যাকসেস’ দিয়ে দেদার টুকলি! প্রতারণার জালের হদিশ পেল UPর STF)
জানা যাচ্ছে, পেপার বোর্ড ও প্যাকেজিং এ ৩০ থেকে ৩৫ শতাংশ বিনিয়োগ হবে। সঞ্জীব পুরী বলেন, ITC-এর ব্র্যান্ডগুলির ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক দিক সংস্থাকে ১০০ টিরও বেশি বিশ্ব বাজারে তার পণ্য ও পরিষেবাগুলি নিয়ে যেতে পেরেছে। সঞ্জীব পুরী জানিয়েছেন, এফএমজিসি বিনিয়োগ তিন থেকে চারটি জায়গায় হবে। বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে, একত্রিতভাবে ভোগ্যপণ্য উৎপাদন ও লজিস্টিকসে। যার মাধ্যমে দ্রুততার সঙ্গে উৎপাদিত পণ্য বাজারে পৌঁছানো সম্ভব।