
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
এফএমসিজির নামকরা কোম্পানি আইটিসি। সোমবার তারা জানিয়ে দিয়েছে নীতিগতভাবে বোর্ড অফ ডিরেক্টর থেকে তারা প্রাথমিক সম্মতি পেয়েছে যে হোটেল ব্যবসাকে তারা আলাদা করে দিচ্ছে। এবার ITC ltd-এর বাইরে অপর একটি আলাদা করে ব্যবসার অস্তিত্ব থাকবে সেটা হল ITC Hotels ltd. কিন্তু এর জেরে শেয়ার বাজারের উপর কতটা প্রভাব পড়তে পারে?
বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, ITC Hotels-এর মধ্য়ে আইটিসির ৪০ শতাংশ অংশীদারিত্ব থাকবে। কোম্পানির শেয়ার হোল্ডাররা বাকি ৬০ শতাংশ শেয়ারের অংশীদারিত্ব নেবেন।
কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, এবার হোটেল ব্যবসাকে আলাদা করা হচ্ছে। এটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নতুন ব্যবসায় কোম্পানির ৪০ শতাংশ অংশীদারিত্ব থাকবে। বাকি ৬০ শতাংশ সরাসরি কোম্পানির শেয়ার হোল্ডারদের অধিকারে থাকবে।
আগামী ১৪ অগস্ট ২০২৩ সালে বোর্ডের পরবর্তী মিটিং রয়েছে। সেখান আবার এটাকে অনুমোদনের জন্য পাঠানো হবে।
এদিকে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্য়াফেয়ার্স এনিয়ে সবুজ সংকেত দিলেই আইটিসি হোটেল ব্যবসাকে পৃথক করার পূর্ণাঙ্গ রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। কিন্তু এই যে হোটেল ব্যবসাকে আলাদা করে দেওয়ার উদ্যোগ এতে আখেরে লাভটা কী হবে?
ওয়াকিবহাল মহলের মতে, এতে বিনিয়োগকারীদের অনেকটাই সুবিধা হবে। তারা এই নতুন কোম্পানির অবস্থান সম্পর্কে জানতে পারবেন। এই হোটেল ব্যবসায় বিনিয়োগের ক্ষেত্রে কী ধরনের ঝুঁকি রয়েছে সেটা তারা জানতে পারবেন।
এর পাশাপাশি স্বাধীন ভাবে এই হোটেল ব্যবসাতে পা রাখতে পারবে আইটিসি। এতে শেয়ার হোল্ডার, বিনিয়োগকারী সকলেরই সুবিধা হবে।
সব মিলিয়ে বর্তমানে আইটিসির ১২০টি হোটেল রয়েছে। সিগারেট থেকে হোটেল ব্যবসা, আইটিসির ব্যবসার পরিধি ছড়ানো রয়েছে। ২০২৩ সালের আইটিসির শেয়ার মূল্য বেড়েছিল। সোমবার দুপুর ২টো ৩৫ মিনিট নাগাদ আইটিসির শেয়ারের দাম ৩.০৪ শতাংশ কম ছিল। বিএসইতে প্রতি শেয়ার ৪৭৪.৯৫ টাকা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports