গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে চলছে অচলাবস্থা। এরই মধ্যে গাজায় হামলা চালিয়ে প্রায় ৩৩০ জনের প্রাণ কেড়ে নিল ইজরায়েল। এই অভিযান প্রসঙ্গে ইজরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা মঙ্গলবার ভোরে গাজাজুড়ে একাধিক টার্গেটে আঘাত হেনেছে। এদিকে এই হামলার পরই প্রশ্ন উঠেছিল, আমেরিকাকে অন্ধকারে রেখেই কি গাজায় এই হামলা চালায় ইজরায়েল? এর জবাবে হোয়াইট হাউজ জানিয়ে দেয়, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেই ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই অভিযানের নির্দেশ দিয়েছিলেন। (আরও পড়ুন: সচিনের সন্তানের মা হলেন ‘পাক বৌদি’ সীমা, ‘পাবজি লাভার দম্পতির’ ছেলে হল না মেয়ে?)
আরও পড়ুন: বাংলাদেশি হিন্দুদের নিয়ে উদ্বেগ প্রকাশ তুলসির, ঘুম উড়ল ইউনুসের, ঢাকা বলল...
এদিকে গাজায় এই হামলার পর ইজরায়েলকে পালটা হুঁশিয়ারি দিয়ে হামাস বলেছে, ইজরায়েল মনে হয় তাদের দেশের বন্দিদের আশা ত্যাগ করেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় তিনটি বাড়িতে হামলা চালানো হয়েছে, গাজা সিটিতে একটি ভবনে হামলা চালানো হয়েছে এবং খান ইউনিস ও রাফাহতেও হামলা চাানো হয়েছে। প্যালেস্তিনীয় সিভিল ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, গাজায় অন্তত ৩৫টি বিমান হামলা চালানো হয়েছে। (আরও পড়ুন: 'ফুরফুরায় সফল হয়নি মমতার ইফতার পার্টি', বিস্ফোরক ত্বহা, বললেন- 'ঘেন্না হচ্ছে...')
আরও পড়ুন: 'ভারতে ২০০ কোটি মুসলিম...', ওয়াকফ সংশোধনীর প্রতিবাদে বেফাঁস মহুয়া
উল্লেখ্য, জানুয়ারিতে শুরু হওয়া তিন দফা যুদ্ধবিরতি অব্যাহত রাখা নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে মতবিরোধ চলছে। এই মাঝে আজকের এই হামলা। এদিকে আমেরিকা এবং আরবের মধ্যস্থতায় গত কয়েক সপ্তাহ ধরে নতুন করে যুদ্ধবিরতি বহাল রাখা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে ইজরায়েল এবং হামাস। উল্লেখ্য, ১৯৯৭ সাল থেকে হামাসকে ‘বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন’-এর তকমা দিয়ে আসছে আমেরিকা এবং তাদের বেশ কয়েকটি মিত্র রাষ্ট্র। (আরও পড়ুন: ভারতীয় মুসলিমদের বাংলাদেশে নিতে চায় 'তৌহিদি জনতা', হুঁশিয়ারি লং মার্চের)