করোনা টিকা নেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়ার প্রভাবের শিকার হয়েছেন দেশের ২৬ হাজার মানুষ। এদিকে টিকা নেওয়ার পরও মৃত্যু হয়েছে মোট ৪৮৮ জনের। মৃতদের অনেকেরই কোমর্বিডিটি ছিল বলেই তথ্যের রিপোর্টে দাবি। হিসেব বলছে, প্রতি দশ লাখে মাত্র দুই জনের মৃত্যু হয়েছে টিকা নেওয়ার পর। গত ১৬ জানুয়ারি থেকে শুরু হওয়া টিকাকরণ নিয়ে এমনই পরিসংখ্যান মিলেছে। সরকার এই তথ্য প্রকাশ করেছে। এই পরিসংখ্যান ৭ জুন পর্যন্ত। পার্শ্বপ্রতিক্রিয়ায় আক্রান্তের হার ০.০১ শতাংশ।গত ৭ জুন পর্যন্ত দেশে সাড়ে ২৩ কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ২৬ হাজার ২০০ জন পার্শ্বপ্রতিক্রিয়ার শিকার হয়েছেন। অর্থাৎ, গত ১৪৩ দিনের টিকাকরণে প্রতি দশ হাজার ব্যক্তির মধ্যে ১ জন ব্যক্তি পার্শ্বপ্রতিক্রিয়ার শিকার হয়েছেন। উল্লেখ্য, কোভিড টিকায় পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে কিনা, মানুষের শরীরে কতটা ইমিউনিটি তৈরি হচ্ছে, এ সব কিছুর খোঁজ রাখতে 'অ্যাডভার্স ইভেন্টস ফলোয়িং ইমিউনাইজেশন' প্রোগ্রাম শুরু করা হয়েছে দেশজুড়ে। টিকা নেওয়ার পরে কতজনের মধ্যে জটিল পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যাচ্ছে বা তেমন কোনও শারীরিক সমস্যা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখতেই এই প্রোগ্রাম।বিশেষজ্ঞদের মত, যে কোনও টিকা নিলেই সাময়িক প্রভাব পড়তে পারে শরীরে। এটা খারাপ নয়। এই ধরনের প্রতিক্রিয়া সাময়িক। এই প্রভাব আদতে এটার প্রমাণ যে টিকা ঠিকঠাক কাজ করছে। কিন্তু মারাত্মক প্রভাব পড়লে তখন তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। টিকা নেওয়ার পর গুরুতর প্রভাবগুলি হল - তীব্র অ্যালার্জি, অ্যানিমিয়া, কিডনি ও স্নায়ুর ক্ষতি, রক্তচাপ ওঠা নামা, পেশির খিঁচুনি, ক্রমাগত মাথা ঘোরা। যদি শরীরে কোনও টক্সিক উপাদান থেকে থাকে তাহলে প্রতিক্রিয়া দেখা দেওয়ার সম্ভাবনা থাকে।