সদ্যসমাপ্ত তিন রাজ্যের নির্বাচনের প্রচারে কংগ্রেস লোকসভা নির্বাচনের একরকম প্রচার সেরে নিয়েছে। কাস্ট সেন্সাস, ওবিসি সংরক্ষণ–সহ একাধিক ইস্যুকে প্রচারে এনেছিল। এমনকী মূল্যবৃদ্ধি, বেকারি–সহ নানা বিষয়ে সরব হয় কংগ্রেস। কিন্তু হিন্দি বলয়ের তিন রাজ্য ছত্তিশগড়, রাজস্থান এবং মধ্যপ্রদেশে হারে তারা।
বৈঠকে ইন্ডিয়া জোট (ফাইল ছবি)
আগামী ১৯ ডিসেম্বর নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে ইন্ডিয়া জোটের ‘চতুর্থ’ বৈঠক হতে চলেছে। এবারের ইন্ডিয়া জোটের বৈঠকে রাজ্য ধরে ধরে আসন রফা নিয়ে আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে। ন্যুনতম সাধারণ কর্মসূচি নিয়েও আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই উত্তরবঙ্গ সফররত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ১৮ থেকে ২০ ডিসেম্বর নয়াদিল্লি সফরে থাকবেন তিনি। ১৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার জন্য ইতিমধ্যেই তিনি সময় চেয়েছেন। তার মধ্যেই ইন্ডিয়া জোটের বৈঠক হবে। লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপি বিরোধী জোটকে আরও মজবুত করতেই ১৯ তারিখ আলোচনায় বসছেন বিরোধী নেতা–নেত্রীরা।
এদিকে ইন্ডিয়া জোটের বৈঠক হবে আগামী ১৯ ডিসেম্বর, মঙ্গলবার। ইন্ডিয়া জোটের পক্ষ থেকে রবিবার এই বৈঠকের দিন ঘোষণা করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। এটা ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক বলে জানান তিনি। তবে ১৭ তারিখ কেন বৈঠক হবে না? সেটা খোলসা করেননি। ১৯ তারিখ নিয়ে জট ছিল শুধু সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবেব সঙ্গে। আলোচনার পর তিনি সায় দেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের তখন নয়াদিল্লিতেই থাকার কথা। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও জানান, তারিখ জানালেই তিনি নয়াদিল্লি চলে যাবেন। সব মিলিয়ে এখন টানটান বৈঠকের দিকে তাকিয়ে আছেন দেশবাসী।
অন্যদিকে ইন্ডিয়া জোটের বৈঠকের দিন ঘোষণা করে টুইট করেন জয়রাম রমেশ। তিনি টুইটারে লিখেছেন, ‘ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক হবে আগামী মঙ্গলবার, ১৯ ডিসেম্বর। নয়াদিল্লিতে দুপুর ৩টের সময় এই বৈঠক বসবে।’ সদ্যসমাপ্ত তিন রাজ্যের নির্বাচনের প্রচারে কংগ্রেস লোকসভা নির্বাচনের একরকম প্রচার সেরে নিয়েছে। কাস্ট সেন্সাস, ওবিসি সংরক্ষণ–সহ একাধিক ইস্যুকে প্রচারে এনেছিল। এমনকী মূল্যবৃদ্ধি, বেকারি–সহ নানা বিষয়ে সরব হয় কংগ্রেস। কিন্তু হিন্দি বলয়ের তিন রাজ্য ছত্তিশগড়, রাজস্থান এবং মধ্যপ্রদেশে হারে তারা। তিন রাজ্যে ভরাডুবি বুঝতে পেরেই ইন্ডিয়া জোটের বৈঠক ডাকে কংগ্রেস। গত ৬ ডিসেম্বর বৈঠক ডাকা হয়েছিল। কারও সঙ্গে কোনও আলোচনা না করে কংগ্রেস এককভাবে বৈঠকের সিদ্ধান্ত নেওয়ায় ক্ষোভ দেখায় শরিকরা।
এবার ইন্ডিয়া জোটের বৈঠকে আসন ভাগাভাগি নিয়েই আলোচনা হবে বলে সূত্রের খবর। সদ্য তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর কংগ্রেস আসনরফা নিয়ে অনেকটা নমনীয় হয়েছে বলেও জানা যাচ্ছে। এপ্রিল অথবা মে মাসে লোকসভা নির্বাচন হবে বলে ধরে নেওয়া হচ্ছে। তাই হাতে আর বেশি সময় নেই। দেশে বিজেপি বিরোধী শক্তি আরও জোরদার করতে ১৯ তারিখ বৈঠক হবে। লোকসভা থেকে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রকে বহিষ্কার করার সময় তীব্র প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস। কিছু শরিক নেতার মধ্যে প্রাথমিক আলোচনায় ঠিক হয়েছে, ইন্ডিয়া জোটের নয়া স্লোগান হবে ‘ম্যাঁয় নহি হাম’ কথাটি।