
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। তিনি দিল্লিতে জি২০ সম্মেলনের ডিনারে অংশ নিয়েছিলেন। তিনি জানিয়েছেন, শনিবার রাতে প্রধানমন্ত্রীকে রাজ্যের দুর্যোগ পরিস্থিতির কথা জানিয়েছি।
সেই সঙ্গেই জানিয়েছি, হিমাচল প্রদেশের জন্য একটা স্পেশাল রিলিফ প্যাকেজের ব্যবস্থা করে দিন। তিনি রবিবার এক্স প্লাটফর্মে জানিয়েছেন, হিমাচল প্রদেশে প্রবল বৃষ্টিপাতের জেরে যে দুর্যোগ পরিস্থিতি হয়েছে সেকথা জানিয়েছি প্রধানমন্ত্রী। জি ২০ ডিনারের পরে প্রধানমন্ত্রীর সঙ্গে কথাবার্তা বলার সময় তাঁকে জানিয়েছি। এই দুর্যোগকে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণার জন্য অনুরোধ করেছি। একটা স্পেশাল ডিজাস্টার প্যাকেজ ঘোষণার জন্য় অনুরোধ করেছি। এক্স প্লাটফর্মে একথা জানিয়েছেন তিনি।
যে কয়েকজন বিরোধী প্রধানমন্ত্রী জি২০ ডিনারে গিয়েছিলেন তার মধ্য়ে সুখু অন্যতম। অন্য যে মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন তার মধ্যে অন্যতম মমতা বন্দ্যোপাধ্য়ায়, ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা ছিলেন। তাঁদের ছবিও দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ডিনারে উপস্থিতি নিয়ে কটাক্ষ করেছে কংগ্রেস। কংগ্রেস নেতৃত্বের মতে, এই ডিনারে না থাকলে একেবারে গলা কাটা যেত না। কিন্তু তিনি চলে গেলেন ডিনারে।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই ডিনারের আয়োজন করেছিলেন। সেখানে সব মিলিয়ে ১৭০জন অতিথি ছিলেন। সেই ডিনারে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, তাঁর স্ত্রী সুদেশ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিরোধী দলের একাধিক মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন।
বিদেশি অতিথিরাও ছিলেন মিটিংয়ে। সেখানে কেন্দ্রীয় মন্ত্রীরাও উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় সরকারের পদস্থ আমলারাও উপস্থিত ছিলেন ডিনারে। একেবারে জমকালো ডিনারের আয়োজন করা হয়।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports