আমফান, ইয়াস থেকে শুরু করে একের পর এক প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী বাংলা। প্রভাব পড়েছে অন্যান্য রাজ্যেও। তখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দরবন এবং অন্যান্য উপকূলবর্তী জেলায় ম্যানগ্রোভ বসানোর সিদ্ধান্ত নেন। এবার কেন্দ্রীয় বাজেটের মূল উদ্দেশ্য ছিল সবুজ ও দূষণমুক্ত ভারত গড়ে তোলা। সেই লক্ষ্য পূরণে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই প্রকল্পের ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পরিবেশ রক্ষার্থে ২০৭০ সালের মধ্যে কার্বন নিঃসরণ বন্ধ করার পথে এগোচ্ছে ভারত। তাই ম্যানগ্রোভ অরণ্য বাড়ানোর জন্য ‘মিষ্টি’ প্রকল্পের ঘোষণা করলেন অর্থমন্ত্রী। এমনকী হাইড্রোজেন মিশনের জন্য বড় অঙ্কের বরাদ্দের ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
এদিন ২০৪৭ সালে দেশের স্বাধীনতার শতবর্ষের স্বপ্নপূরণের জন্য ‘সপ্তর্ষি’ লক্ষ্যের কথা ঘোষণা করেন নির্মলা সীতারামন। তার মধ্যে অন্যতম সবুজ ভারত গড়ে তোলা। সেই জন্যই লুপ্তপ্রায় ম্যানগ্রোভ অরণ্যকে বাঁচিয়ে তার বিস্তার করার জন্য ‘মিষ্টি’ প্রকল্প শুরু করবে কেন্দ্রীয় সরকার। উপকূলবর্তী জেলায় ম্যানগ্রোভ চাষে উৎসাহ দেবে এই প্রকল্প। হাইড্রোজেন শক্তির সাহায্যে দেশের অর্থনীতি এগিয়ে যাবে বলে ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশনের খাতে ১৯ হাজার ৭০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
এদিকে ২০৭০ সালের মধ্যে কার্বন নিঃসরণ সম্পূর্ণ বন্ধ করে দেবে ভারত। তাই শক্তি রূপান্তরের খাতে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হল কেন্দ্রীয় বাজেটে। ব্যাটারি শক্তির ব্যবহার করতে এবং বাড়াতে উৎসাহ দিয়েছে কেন্দ্র। প্রতি ঘণ্টায় ৪ হাজার মেগাওয়াট শক্তি সংরক্ষণ করতে পারে এমন ব্যাটারি তৈরির জন্য নতুন প্রকল্প তৈরি হবে। পুনর্ব্যবহারযোগ্য শক্তির উৎপাদন বাড়াতে আন্তঃরাজ্য পাওয়ার গ্রিড লাদাখে তৈরি হবে।
অন্যদিকে বৃক্ষরোপণে সাধারণ মানুষের উৎসাহ বাড়াতে স্থানীয় প্রশাসন এবং নানা সংস্থার সহযোগিতায় ‘গ্রিন ক্রেডিট’ প্রকল্প চালু করা হবে। বৃক্ষরোপণের কাজে গতি আনতেই এই প্রকল্প। আবার পুরনো গাড়ি বাতিল করে দেওয়ার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। রাজ্যের আওতায় থাকা পুরনো অ্যাম্বুলেন্স বাতিল করে নতুন গাড়ি কেনার জন্য বরাদ্দ করা হয়েছে কেন্দ্রীয় বাজেটে। দূষণ রোধ করতেই এই সিদ্ধান্ত কেন্দ্রের।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup