
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বিকাশ যাদব। গত কয়েক মাস ধরেই এই নামটিকে ঘিরে চর্চা একেবারে তুঙ্গে। তিনি ভারতের একটি সুরক্ষা এজেন্সি প্রাক্তন আধকারিক বলে দাবি করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি খলিস্তানপন্থী গুরুপাতোয়ান্ত সিং পান্নুনকে খুনের ছক কষেছিলেন। এফবিআইয়ের কাছে তিনি মোস্ট ওয়ান্টেড। কিন্তু কী বলছে সেই বিকাশ যাদবের গ্রাম?
টাইমস অফ ইন্ডিয়ায় এনিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ওই গ্রামে গিয়েছিলেন সাংবাদিকরা। কয়েকজন তাস খেলছিলেন। তাদের প্রশ্ন করতেই তারা বলেন, সংবেদনশীল ব্যাপার। তার বাড়ি খুঁজছিলেন সাংবাদিকরা। এক ব্যক্তি বলেন, কোনও ক্যামেরা ব্যবহার করবেন না। মোবাইল ফোনে কোনও রেকর্ডিং চলবে না।
আসলে আর পাঁচজনের মতোই জীবন হওয়ার কথা ছিল বিকাশের। চাকরি করতে গিয়েছিলেন গ্রাম ছেড়ে। এরপর মাঝেমধ্যে ফিরে আসতেন। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে যেন গোটা বিষয়টি বদলে গিয়েছে।
গত ১৭ অক্টোবর মার্কিন এজেন্সির তরফ থেকে দাবি করা হয়েছিল পান্নুনকে খুনের ছক কষার জন্য ভাড়াটে খুনি ঠিক করেছিল বিকাশ। এমনকী অপর বিচ্ছিন্নতাবাদী হরদীপ সিং নিজ্জরকে খুনের ব্যাপারটিও জানতে বিকাশ। দাবি মার্কিন এজেন্সির।
এদিকে আমেরিকার এজেন্সির তরফে দাবি করা হয়েছিল যে বিকাশ ভারত সরকারের একজন কর্মচারী। তিনি র-এর সঙ্গে যুক্ত। তবে নিউ দিল্লি বিষয়টি মানতে চায়নি। তাদের দাবি বিকাশকে আগেই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। সাম্প্রতিক একটি বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছিল,বিকাশ যাদব ভারত সরকারের কোনও কর্মী নন।
হরিয়ানার রেওয়ারি জেলার প্রাণপুরা। দিল্লি সাউথ থেকে প্রায় ১০৫ কিমি দূরে। এই গ্রামের যুবককেই দাগিয়ে দিয়েছে এফবিআই। তারা খুঁজছে বিকাশকে। তিনি নাকি ভারতের গুপ্তচর হিসাবে কাজ করতেন।
তবে বিকাশের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ করছে আমেরিকার এজেন্সি তাকে মানতে নারাজ বিকাশের গ্রাম। স্থানীয়দের দাবি, আপনারা কীভাবে বুঝলেন যে আমেরিকানরা যা বলছে সেটাই সঠিক!তাঁদের দাবি বিকাশ এখনও সরকারি কর্মী। বিকাশের মা জানিয়েছেন, আমার ছেলে দেশের জন্য কাজ করেছে, সরকার তাকে রক্ষা করবে। তিনি শুধু জানেন বিকাশ সিআরপিএফ কমান্ডান্ট।
বিকাশের গ্রাম বিশ্বাস করে, বিকাশ একজন দেশপ্রেমিক। তিনি দেশের জন্য কাজ করেন। বিকাশের বয়স এখন ৩৯ বছর। তাঁর বাবা রাম সিং যাদব বিএসএফে ছিলেন। ত্রিপুরাতে পোস্টিং থাকার সময় ২০০৭ সালে হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছিল। এরপর পরিবার উত্তর পূর্ব থেকে ফিরে এসেছিল। বিকাশের মা বলেন, আমাদের পরিবার সবসময় দেশ সেবা করেছে। বিকাশের ভাই গুরগাঁওয়ের হেড কনস্টেবল। মা বলেন, আমি বিশ্বাস করি না আমার ছেলে কোনও অপরাধ করেছে….
6.88% Weekly Cashback on 2025 IPL Sports