4 মিনিটে পড়ুন Updated: 20 Nov 2024, 08:25 PM ISTAyan Das
Exit Poll Results 2024 Live Updates: মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষায় কাকে এগিয়ে রাখা হচ্ছে? তার লাইভ আপডেট দেখে নিন।
ভোট-সেলফি, মুম্বইয়ে ভোটদানের পরে (ছবি সৌজন্যে অংশুমান পয়রেকার/হিন্দুস্তান টাইমস)।
Exit Poll Results 2024 Highlights: মহারাষ্ট্রে অ্যাডভান্টেজ মহায্যুতি! অধিকাংশ বুথফেরত সমীক্ষায় তেমনই ইঙ্গিত মিলল। কয়েকটি এক্সিট পোলে হাড্ডাহাড্ডি লড়াইয়েরও পূর্বাভাস দেওয়া হয়েছে। সবমিলিয়ে আপাতত মহারাষ্ট্রে অ্যাডভান্টেজ মহায্যুতি হলেও উদ্ধব ঠাকরেদের পুরোপুরি খরচের খাতায় ধরে ফেললে চলবে না। অন্যদিকে, ঝাড়খণ্ড নিয়ে দ্বিধাবিভক্ত এক্সিট পোলও। আর শেষপর্যন্ত কোনটা ঠিক হয়, সেটা জানার জন্য আগামী ২৩ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেদিন মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ভোটগণনা হতে চলেছে।
মহারাষ্ট্রে অ্যাডভান্টেজ মহায্যুতি! অধিকাংশ বুথফেরত সমীক্ষায় তেমনই ইঙ্গিত মিলল। কয়েকটি এক্সিট পোলে হাড্ডাহাড্ডি লড়াইয়েরও পূর্বাভাস দেওয়া হয়েছে। সবমিলিয়ে আপাতত মহারাষ্ট্রে অ্যাডভান্টেজ মহায্যুতি হলেও উদ্ধব ঠাকরেদের পুরোপুরি খরচের খাতায় ধরে ফেললে চলবে না। অন্যদিকে, ঝাড়খণ্ড নিয়ে দ্বিধাবিভক্ত এক্সিট পোলও। আর শেষপর্যন্ত কোনটা ঠিক হয়, সেটা জানার জন্য আগামী ২৩ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেদিন মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ভোটগণনা হতে চলেছে।
অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথফেরত সমীক্ষা অনুযায়ী, গতবারের থেকেও বেশি আসন নিয়ে ক্ষমতা ধরে রাখবে ইন্ডিয়া জোট। ৫৩টি আসনে জিততে পারে ইন্ডিয়া জোট। এনডিএ জোটের আসন সংখ্যা ২৫-এ ঠেকতে পারে।
মহারাষ্ট্রের ‘রাজা’ থাকছে মহায্যুতি। যে জোটে আছে বিজেপি, শিবসেনা (একনাথ শিন্ডে শিবির) এবং এনসিপি (অজিত পাওয়ার শিবির)। আর ঝাড়খণ্ডে বিদায় নিচ্ছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং কংগ্রেসের সরকার। অধিকাংশ বুথফেরত সমীক্ষায় তেমনই ইঙ্গিত দেওয়া হল।
ম্যাট্রিজের বুথফেরত সমীক্ষা অনুযায়ী, বিজেপি জোট ৪২-৪৭টি আসন পেতে পারে। ২৫-৩০টি আসন পেতে পারে ইন্ডিয়া জোট। একটি থেকে চারটি আসন অন্যান্যরা পেতে পারে। (বিস্তারিত পড়তে ক্লিক করুন এখানে)
পিপলস পালসের বুথফেরত সমীক্ষা অনুযায়ী, বিজেপির জোট ৪২-৪৮টি আসনে জিততে পারে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ১৬-২৩টি আসনে জিততে পারে। কংগ্রেস জিততে পারে ৮-১৪টি আসনে। আজসু দুটি থেকে পাঁচটি আসনে জিততে পারে। বিধানসভা ভোটে বিজেপি ও আজসুর জোট আছে। আর ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও কংগ্রেসের জোট আছে।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ভোটগ্রহণ পর্ব মিটে গেলে তবেই এক্সিট পোলের বিষয়ে কোনও ঘোষণা করা যাবে। মোটামুটি সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট নাগাদ থেকে এক্সিট পোলের ফলাফল আসতে শুরু করবে।
20 Nov 2024, 06:00 PM IST
Exit Poll Results 2024 LIVE: শনিবার ভোটগণনা হবে
আগামী শনিবার (২৩ নভেম্বর) মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে। সেদিন ভোটগণনা হবে। সেইসঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে যে উপ-নির্বাচন হয়েছে, সেগুলিরও গণনা হবে শনিবার। যে তালিকায় আছে পশ্চিমবঙ্গের ছ'টি বিধানসভা আসনও - সিতাই, মাদারিহাট, তালড্যাংরা, মেদিনীপুর, নৈহাটি এবং হাড়োয়া।
Exit Poll Results 2024 LIVE: ১ দফায় ভোট মহারাষ্ট্রে, ঝাড়খণ্ডে ২ দফায়
ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন হয়েছে দুটি দফায়। প্রথম দফায় ৪৩টি আসনে ভোটগ্রহণ হয়েছে। দ্বিতীয় দফায় ৩৮টি আসনে ভোটগ্রহণ চলছে। মহারাষ্ট্রে অবশ্য একটি দফায় ভোটগ্রহণ হচ্ছে। একইসঙ্গে ২৮৮টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। দুই রাজ্যেই ফলাফল আগামী ২৩ নভেম্বর।
20 Nov 2024, 04:42 PM IST
Exit Poll Results 2024 LIVE: মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে ম্যাজিক ফিগার কত?
মহারাষ্ট্রে মোট বিধানসভা আসনের সংখ্যা ২৮৮। অর্থাৎ ম্যাজিক ফিগার হল ১৪৫। যে দল বা জোট এককভাবে ১৪৫-র গণ্ডি ছুঁয়ে ফেলবে, সেই দল বা জোট সরকার গঠন করবে। অন্যদিকে, ঝাড়খণ্ডে মোট বিধানসভা আসনের সংখ্যা হল ৮১। অর্থাৎ ম্যাজিক ফিগার হল ৪১।
20 Nov 2024, 04:40 PM IST
Exit Poll LIVE: মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে কার সরকার? একটু পরেই আভাস দেবে এক্সিট পোল
Exit Poll Results 2024 Live Updates: মহারাষ্ট্র দখল করবে কে? ঝাড়খণ্ডে কে বাজিমাত করবে? আগামী শনিবার (২৩ নভেম্বর) চূড়ান্ত ফলাফল সামনে আসার আগে আজ দুই রাজ্যের এক্সিট পোল বা বুথফেরত সমীক্ষা থেকে সেই আভাস মিলতে পারে। এক্সিট পোলে যে আভাস দেওয়া হয়, সেটা যে একেবারে ধ্রুবসত্য হবে, তার কোনও মানে নেই। মাসকয়েক আগেই হরিয়ানার বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে এক্সিট পোল যে আভাস দিয়েছিল, তা পালটে গিয়েছিল ইভিএম খোলার পরে। তাও এক্সিট পোলের ফলাফল থেকে প্রাথমিকভাবে আভাস পাওয়ার চেষ্টা করেন সকলেই। মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষায় কে এগিয়ে থাকল? তার লাইভ আপডেট দেখে নিন।