ভারতের করোনা মোকাবিলায় ১০০ কোটি মার্কিন ডলারের সমান ক্রিপ্টোকারেন্সি (ভারতীয় মুদ্রা ৭,০০০ কোটি টাকা) অনুদান দিলেন ভিটালিক বুটেরিন। ২৭ বছরের বুটেরিন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি ইথেরিয়ামের প্রতিষ্ঠাতা।ভারতীয় ক্রিপ্টোকারেন্সি আন্ত্রেপ্রেণর সন্দীপ নাইলওয়ালের ইন্ডিয়া কোভিড ক্রিপ্টো রিলিফ ফান্ডে এই অনুদান দেন বুটেরিন। এখনও পর্যন্ত কোনও ভারতের করোনা মোকাবিলায় প্রাপ্তে অনুদানের মধ্যে এটিই সবথেকে বেশি বলে দাবি অনেকেরই।রুশ-কানাডিয়ান প্রোগ্রামার বুটারিন ২০১৫ সালে ইথেরিয়াম ব্লকচেইন প্রোজেক্টের উপস্থাপনার জন্য পরিচিত। তার আগে মেধার জন্য ২০১৪ সালে তিনি থিয়েল ফেলোশিপে ১ লক্ষ মার্কিন ডলার বৃত্তি পান। সেই টাকা বিনিয়োগ করেই তিনি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি ব্লকচেইন তৈরি করেন। তিনি বিটকয়েন ম্যাগাজিনেরও সহ-প্রতিষ্ঠাতা।ছোট থেকেই মেধাবী ছাত্র হিসেবে পরিচিত বুটেরিন। অঙ্ক, বিজ্ঞান ও অর্থনীতিতে পারদর্শিতার দেখানোয় তাঁর জন্য স্কুলে বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হয়েছিল। মাত্র ১৭ বছরেই বাবার কাছ থেকে বিটকয়েনের বিষয়ে জানতে পারেন। তারপর থেকে ধীরে ধীরে বিটকয়েনই হয়ে ওঠে তাঁর ধ্যানজ্ঞান। বর্তমানে তাঁর সম্পত্তির মূল্য ২১ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বলে উল্লেখ করা হয়েছে একাধিক পোর্টালে।