
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
রাত পোহালেই দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। বুধবার (১৯ ফেব্রুয়ারি, ২০২৫) ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একথা জানানো হয়েছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০ থেকে ২১ ফেব্রুয়ারি, এই দু'দিন দক্ষিণ আফ্রিকা সফরে থাকবেন জয়শংকর। উদ্দেশ্য, জি২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে অংশগ্রহণ করা। যেখানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন তিনি।
বিদেশ মন্ত্রক সূত্রে আরও জানা গিয়েছে, এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য জয়শংকরকে আমন্ত্রণ জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার বিদেশমন্ত্রী রোনাল্ড লামোলা। তাঁর আমন্ত্রণেই জোহানেবার্গ সফরে যাবেন জয়শংকর।
তথ্যাভিজ্ঞ মহলের দাবি, জয়শংকরের এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে। কারণ, তিনি যে শুধুমাত্র জি২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের মূল বৈঠকেই যোগদান করবেন, তা নয়। এর পাশাপাশি, বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকও সারবেন তিনি। যার সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতের সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলির দ্বিপাক্ষিক সম্পর্ক ও বোঝাপড়া।
বিদেশ মন্ত্রকের বক্তব্য হল, জি২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে ভারত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। বিদেশমন্ত্রীর এই সফরে ভারতের সেই অংশীদারিত্বের গুরুত্ব আরও বাড়াবে। একইসঙ্গে, আন্তর্জাতিক মঞ্চে 'গ্লোবাল সাউথ'-এর কণ্ঠস্বরও আরও শক্তিশালী করবে।
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালে ভারতেই জি২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই মঞ্চে গ্লোবাল সাউথ-এর স্বার্থের সঙ্গে জড়িত একাধিক বিষয়গুলিকে অগ্রাধিকার সহকারে উত্থাপিত করে ভারত। যার মধ্যে অন্যতম হল - জলবায়ুর পরিবর্তন সংক্রান্ত সমস্যাগুলির মোকাবিলা করা এবং তার জন্য আরও বৃহৎ পরিসরে তহবিল সংগ্রহ করা। বাড়তি গুরুত্ব আরোপ করা হয় বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলির সংস্কারের উপরেও।
এছাড়াও, ২০২৩ সালে জি২০ শীর্ষ নেতৃত্বের সম্মেলন চলাকালীন গোষ্ঠীর পূর্ণ সদস্য হিসাবে আফ্রিকান ইউনিয়নের অন্তর্ভুক্তি ঘটানোর ক্ষেত্রে ভারতীয় পক্ষ অন্যতম প্রধান ভূমিকা পালন করেছিল।
৳7,777 IPL 2025 Sports Bonus