
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আট বছর আগে চুরি হয়েছিল বাড়ির প্রিয় পোষ্য। আর কখনও যে সে ফিরে আসবে, তা কল্পনাও করেননি বাড়ির সদস্যরা। কিন্তু সেই অসম্ভবকেই বাস্তব করলেন পুলিশকর্মীরা। বাড়িতে ফিরিয়ে দিলেন সেই সারমেয়কে। সঙ্গে রয়েছে তার ছানাপোনাও।
আরও পড়ুন : ১৫ মিনিটে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও সাড়ে ৩ লাখ টাকা। কলকাতায় ভয়াবহ জালিয়াতি
বছর আটেক আগে বাড়ির সামনের বাগান থেকে চুরি হয়েছিল ক্যাসি। সেই সময়ে অনেক খুঁজেছিলেন পরিবারের সদস্যরা। পুলিশেও জানিয়েছিলেন। কিন্তু খোঁজ মেলেনি। এতদিন পর নভেম্বরে সাসেক্স পুলিশ অফিসাররা ক্যাসিকে তার বাড়িতে ফিরিয়ে আনতে সফল হলেন।
পরিবারের কাছে ক্যাসিকে ফিরিয়ে দেওয়ার মুহূর্তের ভিডিয়ো করেছেন সাসেক্স পুলিশকর্মীরা। ক্যাসির সঙ্গে এসেছে তার তিনটি কুকুরছানাও।
আরও পড়ুন : মোদীর 'নিরাপত্তায় গলদে’ তদন্তের ধরন নিয়ে প্রশ্নের মুখে কেন্দ্র, কমিটি গঠন SC-র
বাড়িতে যাঁদের পোষ্য আছে, তাঁরাই এর মর্ম সবচেয়ে ভালো বুঝবেন। কুকুর-বিড়ালরা এক কথায় পরিবারেরই সদস্যের মতো হয়ে যায়। তাই এতদিন পর ক্যাসি ফিরে আসায় আবেগতাড়িত সকলে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। এখনও পর্যন্ত প্রায় ৪০ হাজার মানুষ ভিডিয়োটি দেখেছেন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports