ভাবমূর্তিতে দাগ পড়ছে - বিমানে বেয়াদপ যাত্রীদের শায়েস্তা করতে অ্যাডভাইজরি DGCA-র Updated: 06 Jan 2023, 11:00 PM IST Soumick Majumdar সম্প্রতি এয়ার ইন্ডিয়ার দুই মত্ত যাত্রী সহযাত্রীদের গায়ে প্রস্রাব করে দেয়। পর পর দু'টি আলাদা উড়ানে এমন ঘটনা। একবার ২৬ নভেম্বর নিউ ইয়র্ক-দিল্লি ফ্লাইটে। তারপর ফের ৬ ডিসেম্বর প্যারিস-দিল্লি উড়ানে। তারপরেই নড়েচড়ে বসেছে ডিজিসিএ।