এই ঘটনা দিল্লির এক মহিলার। পেশায় তিনি মেক আপ আর্টিস্ট। সদ্য তিনি সোশ্যাল মিডিয়ায় তাঁর সঙ্গে ঘটে যাওয়া আজব ঘটনাটি সম্পর্কে বক্তব্য রাখেন। মেক আপ আর্টিস্ট শৈফালি নাগপালের দাবি, হ্যালউইন উপলক্ষ্যে কিছুদিন আগে, তিনি ভয়ঙ্কর মতো সাজ পোশাক পরে রাস্তায় বেরিয়ে ছিলেন। সাজটা অনেকটা ফিল্মে দেখা ভুতের সঙ্গে সাদৃশ্য রেখে তিনি করেছিলেন। এই তাবড় মেক আপ আর্টিস্ট মুখে লাল রঙের এমন মেক আপ করেছিলেন, যা দেখে অনেকেই চমকে যান রাস্তায়। তবে তার থেকেও যে ভয়ানক ঘটনাটি ঘটেছে, তা হল কুুকুরকে নিয়ে!
রাস্তায় ভয়ানক সেজে এই মহিলা হ্য়ালউইন উপলক্ষ্যে বের হতেই তাঁকে তাড়া করে ধরে কুকুররা। শৈফালিকে দেখে ভয়ে সরে আসে বহু শিশুও। দিল্লির পশ্চিম বিহারের এই মেক আপ আর্টিস্টের এই কীর্তি তখন সাড়া ফেলতে থাকে। অনেকেই ভয়ে সরে যান। এই মহিলা স্থানীয় পার্কে ঢুকে সকলকে ওই রূপ নিয়ে তাক লাগানো শুরু করতেই তেড়ে আসে কুকুরের দল। সাধারণত পথচলতি সারমেয়রা চিনে ফেলে সহজে এলাকার মানুষের মুখ। বলা হয়, বেপাড়ার কাউকে দেখলেই স্থানীয় কুকুররা তেড়ে আসে। আর শৈফালির রূপ ভয়ানক হতেই কুকুরের দল তাড়া করতে থাকে। গোটা ঘটনা তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেন।
( Shani Surya Gochar Lucky Rashi: শনি, সূর্যের গোচরে সৌভাগ্যের চাবি খুলবে মেষ সহ বহু রাশির! অর্থ, মান সম্মানে লাভ কাদের?)
( Kartik Purnima 2024: কার্তিক পূর্ণিমা ২০২৪ তিথি আর কতক্ষণ থাকবে? বিরল শুভ যোগে লাকি তুলা সহ বহু রাশি)