Manish Sisodia moves Supreme Court: গ্রেফতারির বিরোধিতায় সুপ্রিম কোর্টে সিসোদিয়া, আবগরি মামলায় স্বস্তি পাবে AAP?
1 মিনিটে পড়ুন Updated: 28 Feb 2023, 10:37 AM ISTদিল্লি আবগারি কেলেঙ্কারি মামলায় রবিবার আম আদমি পার্টির 'সেকেন্ড ইন কমান্ড'কে গ্রেফতার করে সিবিআই। এরপর গতকাল বিশেষ সিবিআই বিচারক এমকে নাগপালের এজলাসে পেশ করা হয়েছিল সিসোদিয়াকে। দুই পক্ষের সওয়াল জবাবের পর বিচারক সিসোদিয়াকে ৪ মার্চ পর্যন্ত সিবিআই হেফজতে পাঠান।
দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া