ছিনতাইয়ের সময়ে মহিলাকে রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে গেল বাইকে সওয়ার ছিনতাইবাজরা। মহিলাকে প্রায় ২০০ মিটার ধরে রাস্তা দিয়ে নিয়ে যায় তারা। পুরোটাই ধরা পড়েছে রাস্তার সিসিটিভি ক্যামেরায়। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির শালিমার বাগ এলাকার ঘটনা এটি। দেশের রাজধানী এলাকাতেই সন্ধ্যায় যদি এমন হয়, তবে সাধারণ মানুষের সুরক্ষা কতটা, তাই নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।
সন্ধ্যা ৬টার দিকে ওই মহিলা বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে। মোটরসাইকেলে সওয়ার দুই দুষ্কৃতী ওই মহিলার ব্যাগ ধরে টান দেয়। টাইমস নাও-এর রিপোর্ট অনুযায়ী, বাইকে পাশ দিয়ে যাওয়ার সময়ে মহিলার ব্যাগ ধরে টান মারা হয়। মহিলার কাঁধে ছিল ব্যাগ। ফলে আটকে পড়ে যান তিনি। সেই অবস্থাতেই তাঁকে ভরা রাস্তা দিয়ে হিড়হিড় করে টেনে নিয়ে যায় মোটরসাইকেল সওয়ার ছিনতাইকারীরা।
সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, ছেড়ে দেওয়া তো দূরের কথা, উল্টে ছিনতাইকারীরা বাইকের গতি বাড়িয়ে দেয়। যতক্ষণ না মহিলা রাস্তায় ছিটকে পড়েন, টানা হয়। বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির ঠিক পাশেই তিনি পড়ে যান। এর পরে, পথচারীরা তাঁর দিকে ছুটে আসেন। তুমুল গতিতে বাইক চালিয়ে হামলাকারীরা পালায়।