বিগত বেশ কয়েকদিন ধরেই মণিপুর, রাজস্থানে মহিলাদের ওপর অত্যাচার নিয়ে একে অপরের দিকে আক্রমণ শানিয়েছে বিজেপি ও বিরোধীরা। এরই মধ্যে এবার নাবালিকা ধর্ষণ, গণধর্ষণের মতো অপরাধে কঠোরতম সাজার বিধান এনে নয়া বিল পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগের আইপিসি এবং সিআরপিসির বিধানগুলিকে আরও শক্তিশালী করে নয়া বিচার ব্যবস্থা কার্যকর করা হবে। তার জন্য লোকসভায় আজ ৩টি বিল উত্থাপন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। অমিত শাহ আজ জানান, আইপিসি, সিআরপিসি এবং ভারতীয় এভিডেন্স অ্যাক্ট তুলে দিয়ে নয়া ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর করা হবে। তার জন্যই এই বিল পেশ করা হচ্ছে। এই বিষয়ে সংসদে অমিত শাহ আজ বলেন, ‘১৮৬০ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশের ফৌজদারি বিচার ব্যবস্থা ব্রিটিশদের তৈরি আইন অনুসারে কাজ করেছিল। তবে এই তিনটি আইনে বদল আনা হবে এবং দেশের ফৌজদারি বিচার ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে।’ (আরও পড়ুন: বাতিল হবে ব্রিটিশ জমানার রাষ্ট্রদ্রোহ আইন, তবে দেশের অখণ্ডতা রক্ষার্থে আসছে কঠোর বিধান)