বাংলা নিউজ > ঘরে বাইরে > Covid-19-সামাজিক দূরত্ব বজায় রেখে লাভ হয়েছে, ৩ মে অবধি ঘরে থাকুন: এক নজরে মোদীর বার্তা
করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারত ভালো করলেও সামনের পথ কঠিন। এই জন্য ৩ মে অবধি লকডাউন বৃদ্ধি করল মোদী সরকার। তবে কিছু এলাকায় গরিব মানুষের স্বার্থে ২০ এপ্রিলের পর কিছুটা ছাড় দেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী।
একনজরে দেখুন করোনা মহামারি নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী-
- করোনাভাইরাসের বিরুদ্ধে ভারত খুব ভালো লড়াই করছে। যতটা ক্ষতি হতে পারত, তার থেকে অনেকটাই কম হয়েছে দেশবাসী নিয়ম মান্য করায়।
- আপনাদের অনেক কষ্ট হয়েছে। দেশের স্বার্থে অনুগত সৈনিকের মতো আপনারা কাজ করছেন, এটাকে আমি সম্মান করি।
- যখন করোনার কোনও কেস ছিল না, তার আগে থেকেই বিমানবন্দরে স্ক্রিনিং শুরু করা হয়।
- করোনা রোগীর সংখ্যা ১০০ পেরোনার আগেই বাইরে থেকে আসা বিদেশিদের কোয়ারেন্টাইন করার সিদ্ধান্ত করা হয়।
- ৫৫০ কেসের আগেই দেশে লকডাউন করা হয়। সমস্যা বাড়ার আগেই দেশ করোনা প্রকোপ রোখার চেষ্টা করেছে।
- বিশ্বের বড় সামর্থ্য পূর্ণ দেশে করোনার যা হাল, তার থেকে ভারতে পরিস্থিতি অনেক ভালো। অন্য অনেক দেশে ভারতের তুলনায় ২৫-৩০ গুণ বেশি লোক করোনায় আক্রান্ত।যদিও দেড় মাস আগে এই দেশগুলি ভারতের পরিস্থিতিতেই ছিল।
- ভারত ইনটিগ্রেটেড অ্যাপ্রোচ, হোলিস্টিক অ্যাটিচিউডের মাধ্যমে ভারত করোনার বিরুদ্ধে লড়ছে। সোশ্যাল ডিস্টেন্সিং ও লকডাউনের বড় লাভ পাওয়া গিয়েছে।
- আর্থিক দৃষ্টিতে ভারত ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু দেশবাসীর প্রাণের কাছে তা কিছু নয়।
- সারা বিশ্ব আজ ভারতকে প্রশংসা করছে তার লকডাউনের জন্য ।
- রাজ্য সরকারগুলি সাধ্যমতো করছে। ২৪ ঘণ্টা ধরে কর্মীরা নিরলস পরিশ্রম করছেন
- করোনা রণনীতি নিয়ে রাজ্যদের সঙ্গে পরামর্শ করা হয়েছে। সবার একই পরামর্শ যে লকডাউন বৃদ্ধি করা হোক।
- লকডাউন চলবে ৩ মে অবধি ।
- একই ভাবে অনুশাসিত হয়ে থাকতে হবে ।
- কোনও ভাবেই করোনা নতুন জায়গায় ছড়িয়ে পড়তে দেওয়া যাবে না।
- একটা জায়গাতেও করোনা কেস বৃদ্ধি হওয়া চলবে না ।
- হটস্পটের ওপর বিশেষ নজর রাখতে হবে ।
- নতুন হটস্পট যেন না তৈরী হয় সেটা দেখতে হবে ।
- ২০ এপ্রিল অবধি আরও কড়া ভাবে পর্যবেক্ষণ করা হবে লকডাউনের ওপর ।
- কোন অঞ্চল লকডাউন ভালো ভাবে মানা হচ্ছে সেটা দেখা হবে ।
- যে সব অঞ্চলে হটস্পট বৃদ্ধি হবে না, নতুন কোনও হটস্পট হওয়ার তৈরী হবে না, সেখানে ২০ এপ্রিলের পর কিছু ছাড় মিলতে পারে ।
- কিন্তু যদি সে সব জায়গায় আইন ভঙ্গ হয়, তাহলে সেই ছাড় প্রত্যাহার করা হবে ।
- ২০ এপ্রিল থেকে কিছু জায়গায় সীমিত ছাড় মিলবে ।
- এই সংক্রান্ত গাইডলাইন কাল দেওয়া হবে ।
- গরিবদের কথা মাথায় রেখেই এই সুবিধা দেওয়া হবে ।
- একটি ল্যাব থেকে ২২০ ল্যাব করা হয়েছে করোনা পরীক্ষার জন্য।
- এক লাখের ওপর বেড আছে করোনা রোগীর জন্য। ৬০০-র ওপর হাসপাতাল আছে কোভিডের জন্য। এই সকল সুবিধা দ্রুত বৃদ্ধি করা হচ্ছে।
- ধৈর্য ধরে, নিয়ম পালন করলে করোনার মতো মহামারিকে হারানো সম্ভব
- নিজের বাড়ির বয়স্ক মানুষদের খেয়াল রাখুন। যারা আগে থেকে অসুস্থ তাদের ওপর খুব খেয়াল রাখতে হবে।
- লকডাউন ও সামাজিক দূরত্বের পালন করুন। মাস্ক ব্যবহার করুন।
- নিজের ইম্যুনিটি বাড়ানোর জন্য আয়ুষের দেওয়া পরামর্শ অবশ্যই মানুন।
- আরোগ্য সেতু অ্যাপটি ডাউনলোড করুন।
- গরীব পরিবারদের সাহায্য করুন
- আপনি ব্যবসায়ী হলে কর্মচারীদের প্রতি সহানুভূতিশীল হন। তাদের চাকরি থেকে বার করবেন না।
- স্বাস্থ্যকর্মী সহ দেশের করোনা যোদ্ধাদের সম্মান করুন।
- এই সাতটি পরামর্শ মাথায় রাখুন। তিন মে অবধি লকডাউন মেনে চলুন।
পরবর্তী খবর