
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
প্রদীপ কুমার মৈত্র
আরএসএসের বিরুদ্ধে কেন এফআইআর করেননি? স্থানীয় থানার বিরুদ্ধে নোটিশ জারি করল নাগপুরের জেলা দায়রা আদালত। এক সমাজকর্মী আরএসএসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন বলে খবর। প্রতি বছর দশেরা পুজোতে অস্ত্র পুজো করে আরএসএস। সেক্ষেত্রে কেন আরএসএসের কাছে বেআইনী অস্ত্র রয়েছে তা নিয়েই অভিযোগ দায়ের করেছিলেন ওই সমাজকর্মী তথা কংগ্রেস কর্মী মহনীশ জবালপুরে। ২০১৮ সালে তিনি কোতোয়ালি পুলিশ স্টেশনে আরটিআই করে জানতে চেয়েছিলেন আরএসএসের কাছে কী ধরনের অস্ত্র রয়েছে তার তালিকা দিতে হবে।
এদিকে সেই অস্ত্র নির্বাচন বা কোনও জরুরী পরিস্থিতির আগে বাজেয়াপ্ত করা হয় কি না সেটাও জানতে চেয়েছিলেন। তবে থানা থেকে এব্য়াপারে কোনও তথ্য দেওয়া হয়নি। এমনকী আরএসএসের বিরুদ্ধে কোনও এফআইআর করতেও চায়নি পুলিশ। এরপরেই আদালতের দ্বারস্থ হন ওই ব্যক্তি।
এদিকে প্রথা মেনে প্রতি বছর দুর্গাপুজোর দশমীর সময় আরএসএস তাদের সদর দফতরে অস্ত্র পুজো করে। সংগঠনের জন্মলগ্ন থেকে এই প্রথা চলে আসছে। এরপর স্ময়ংসেবকদের সামনে প্রথামাফিক বক্তব্য রাখা হয়।
৳7,777 IPL 2025 Sports Bonus