সোমবার ঘটনাটি ঘটেছে ভোজপুর জেলার আরাহ শহরের কুলহারিয়া টোল প্লাজায়। ওই টোল প্লাজায় কাজ করতেন বলওয়ান্ত সিং। ৫০ টাকা চুরির অভিযোগ তোলে তাঁর সহকর্মীরা। এই অভিযোগ তুলে তাঁকে সহকর্মীরা বেধড়ক মারধর করে । পরে তাকে চিকিৎসার জন্য উত্তরপ্রদেশের গোন্ডায় নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
চুরির অভিযোগে যুবককে পিটিয়ে খুন। প্রতীকী ছবি।
৫০ টাকা চুরির অভিযোগে টোল প্লাজার এক কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল। এমনই ঘটনার সাক্ষী থাকল বিহারের ভোজপুর। মৃত কর্মীর নাম হল বলওয়ান্ত সিং। তাঁর সহকর্মীদের বিরুদ্ধেই তাঁকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুধুমাত্র ৫০ টাকার জন্য যেভাবে যুবককে পিটিয়ে খুন করা হয়েছে তাতে সমালোচনায় সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেন স্থানীয়রা। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ।
এই ঘটনায় ভোজপুরের পুলিশ সুপার প্রমোদ কুমার টোল প্লাজার বাউন্সার এবং অন্যান্য কর্মীদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছেন। গোল্ডার অতিরিক্ত পুলিশ সুপার শিবরাজ প্রজাপতি বলেন, ‘গোন্ডার কাটরা বাজার থানায় একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। বলওয়ান্ত সিং নামে এক যুবক বিহারের আরাহে অবস্থিত টোল প্লাজায় কাজ করতেন৷ টোল প্লাজায় তার সহকর্মীরা ঝগড়া হয়েছিল। পরে গোল্ডায় তাঁকে মারধর করা হয়েছিল।’