Viral Video of Worm Rain: অঝোরে ঝড়ে পড়ছে কিলবিল করা পোকারা? চিনের রহস্যময় ভিডিয়ো নিয়ে বহু প্রশ্ন
1 মিনিটে পড়ুন Updated: 13 Mar 2023, 12:53 PM ISTছোট্ট ছোট্ট পোকা ওপর থেকে আচমকা কেন পড়ছে, তা নিয়ে স্বভাবতই প্রশ্ন উঠছে। এদিকে, এলাকাবাসীদের দেখা যাচ্ছে ছাতা নিয়ে পোকা-বৃষ্টি থেকে নিজেদের রক্ষা করতে। ভিডিয়োয় একটি গাড়িকে দেখা গেল। তার ওপর কিলবিলিয়ে পড়তে দেখা যাচ্ছে ওই গাড়িটির ওপর!
পোকার বন্যায় হইচই।