
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বীরেন্দর সিং হরিয়ান সোমবার জানিয়ে দিলেন, হরিয়ানায় যদি জননায়ক জনতা পার্টির সঙ্গে বিজেপির জোট হয় তবে তিনি দল ছাড়বেন। আগামী ২০২৪ সালে তিনি এই জোট চান না।
কার্যত জমে উঠেছে নাটক। মেরি আওয়াজ শুনো নামে একটি সভাতে বক্তব্য রাখছিলেন তিনি। সেখানে তিনি হরিয়ানার উপমুখ্যমন্ত্রী ও জেজেপি নেতা দুষ্মন্ত চৌতালাকে একহাত নেন। তিনি বিজেপি সরকারের একাধিক নীতির সমালোচনাও করেন। এমনকী পিএম কিষান সম্মান নিধির সমালোচনাতেও সরব হন তিনি।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, যদি বিজেপি দুষ্মন্তের জেজেপির সঙ্গে আবার জোট করে তবে আমি দল ছেড়ে দেব। ওরা ( জেজেপি) সরকারি টেন্ডারে ৮ শতাংশ করে কমিশন নিচ্ছেন। যদি আপনারা মিডল ম্যানের মাধ্য়মে যান তবে আপনাকে ১০ শতাংশ কমিশন দিতে হবে। আপনারা তাঁকে দেবীলাল ভাবছেন। কিন্তু তিনি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছেন। তিনি হলেন দুর্নীতির প্রতীক। বিজেপির কিছু লোকজন ভাবেন জেজেপি হয়তো তাদের জন্য় ভোট এনে দেবে। আমি বলে দিলাম জেজেপির পকেট একেবারে ফাঁকা। ওদের কাছে কোনও ভোট নেই।
২০১৯ সালের লোকসভা ভোটে ওই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে ব্রিজেন্দ্র জেজেপির দুষ্মন্তকে হারিয়ে দিয়েছিলেন। হিসার আসন থেকে পরাজয় হয়েছিল তাঁর। সেই বছরই বিধানসভা ভোটে দুষ্মন্ত বিধায়ক তথা সিংয়ের স্ত্রী প্রেমলতাকে উচানা আসন থেকে হারিয়ে দেন। আর ২০১৪ সালে প্রেমলতা উচানা আসন থেকে দুষ্মন্তকে হারিয়ে দেন।
বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বীরেন্দর সিং হরিয়ান পিএম কিষান সম্মান নিধি যোজনার সমালোচনায় সরব হন। তিনি জানিয়ে দেন, বছরে ৬০০০ টাকা দেওয়ার দরকার নেই। কৃষকদের আয় দ্বিগুণ করে দিন।
তিনি বলেন, যদি শস্য়ের দাম দ্বিগুণ করা হয় তবে কৃষকের আয়ও বাড়তে পারে। কৃষকদের জন্য সারে ভর্তুকির দরকার নেই। তারা শুধু চায় ফসলের ঠিকঠাক দাম। রাজ্যে মহিলাদের অবস্থা অত্যন্ত খারাপ। বললেন বিজেপি নেতা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports