রাত পোহালেই দিল্লিতে ভোট। এদিকে, তার আগে শুক্রবার, নির্বাচন কমিশনের বিরুদ্ধে বড়সড় অভিযোগ আনলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়ালের দাবি, ফর্ম ১৭সি অনুযায়ী, নির্বাচন কমিশন দিল্লি ভোটের বুথ ভিত্তিক তথ্য প্রকাশ করছে না। এই অভিযোগ সামনে রেখে আপ, নিজেই পার্টির তরফে একটি ওয়েবসাইট খুলেছে বলে জানান কেজরিওয়াল। ওয়েবসাইটের নাম transparentelections.in।
ফর্ম 17C হল একটি নথি যা প্রতিটি পোলিং বুথে দেওয়া ভোটের সংখ্যা রেকর্ড করে এবং প্রিসাইডিং অফিসার এবং পোলিং এজেন্টদের দ্বারা স্বাক্ষরিত হয়। আম আদমি পার্টির অভিযোগ, সেই বুথ ভিত্তিক তথ্য ভোট হয়ে যাওয়ার একদিন পরও নির্বাচন কমিশন তার ওয়েবসাইটে আপলোড করেনি। কেজরিওয়াল একটি পোস্টে সুর চড়া করে লিখেছেন,' নির্বাচন কমিশন একাধিক অনুরোধ সত্ত্বেও ফর্ম 17C এবং প্রতিটি বিধানসভায় প্রতি বুথে ভোটের সংখ্যা আপলোড করেনি। তার জবাবে, আম আদমি পার্টি একটি ওয়েবসাইট তৈরি করেছে - transparentelections.in - যেখানে আমরা প্রতিটি বিধানসভার জন্য সমস্ত ফর্ম 17C রেকর্ড আপলোড করেছি। এই নথিতে প্রতিটি বুথে ভোটের বিবরণ রয়েছে।'
( Jeet Adani Weds Diva Shah: হিরে ব্যবসায়ীর কন্যা দিভার সঙ্গে আদানি-পুত্র জিতের বিয়ে আজ! আমন্ত্রিত কতজন? কোথায় বসছে আসর?)
( Indian Students in US:পরিচয় পত্র দেখছেন উর্দিধারীরা! আমেরিকায় ভারতীয় পড়ুয়াদের যখন-তখন ‘চেকিং’ ঘিরে উদ্বেগ- Report)