বাংলা নিউজ > ঘরে বাইরে > সিনেমাহল খুলতেই মুক্তি পেল ‘সাহসী হিরো আলম’, দেখে নিন ট্রেলার
সিনেমা হল খুলতেই মুক্তি পেল হিরো আলমের সিনেমা। বাংলাদেশে মুক্তি পেয়েছে ‘সাহসী হিরো আলম’। তবে প্রথম দিন ছবি দেখতে হলে দেখা মেলেনি তেমন দর্শকের।
প্রায় সাড়ে সাত মাস বন্ধ থাকার পর শুক্রবার থেকে বাংলাদেশে সিনেমা হল খোলার অনুমতি দিয়েছে সেদেশের সরকার। তবে দর্শকদের তেমন চাহিদা না থাকায় ঢাকার কোনও বড় সিনেমা হল খোলেনি। ছোট যে হলগুলি খুলেছে সেখানে প্রথম দিনটা মাছি তাড়িয়েই কাটিয়েছেন বক্স অফিসের কর্মীরা।
এদিন মুক্তি পেয়েছে পূর্ণদৈর্ঘ্যের ফিচার ফিল্ম ‘সাহসী হিরো আলম’। এই ছবিতে হিরো আলমকে দেখা গিয়েছে একজন সাহসী নায়ক হিসাবে। মানুষের নানা বিপদে যিনি অকুতভয় হয়ে ঝাঁপিয়ে পড়েন।
ছবিতে হিরো আলমের সাহসিকতার প্রদর্শন ছাড়াও রয়েছে নায়িকাদের গ্ল্যামারের ছটা। নাচে গানে ভরপুর এই ছবির ট্রেলার ইতিমধ্যে দেখে ফেলেছেন প্রায় ১৫ লক্ষ মানুষ।
পরবর্তী খবর