বছর ঘুরলেই রাজধানী দিল্লিতে বাজবে বিধানসভা ভোটের রণদামামা। তার আগে, ২০২৪ সালের শেষলগ্নে অরবিন্দ কেজরিওয়াল শিবিরের বড় ঘোষণা। দিল্লির আপ সরকার জানিয়েছে সরকারের ‘সঞ্জীবনী যোজনা’র অংশ হিসাবে দিল্লিতে সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে বিনামূল্যে এবার থেকে চিকিৎসা হবে সিনিয়র সিটিজেনদের। অর্থাৎ যাঁদের বয়স ৬০র উপর তাঁরা পাবেন চিকিৎসার ক্ষেত্রে এই সুবিধা। আপ ফের ক্ষমতায় আসলে দিল্লিতে এমন সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে আম আদমি পার্টি।
এই বড় ঘোষণার সময় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল বলেন,' আপনাদের যত্ন নেওয়া এখন আমাদের কর্তব্য। আপনারা দেশকে এগিয়ে নিতে কঠোর পরিশ্রম করেছেন।' উল্লেখ্য, আর কিছুদিনে মধ্যে ঘোষণা হতে পারে দিল্লি ভোটের। ইতিমধ্যেই নির্বাচন কমিশন বৈঠকে বসছে বলে খবর। অন্যদিকে, আম আদমি পার্টি এই ভোটের আগে কার্যত নিজের জমি আরও পোক্ত করতে তৎপর। সেই দিকে তাকিয়ে কেজরিওয়াল শিবির ৭০ টি আসনে প্রার্থীর তালিকা শুরু করেছে। অরবিন্দ কেজরিওয়াল নিজে নিশ্চিত করেছেন যে তিনি নিউ দিল্লি আসন থেকে লড়বেন। মুখ্যমন্ত্রী অতিশী লড়বেন তাঁর কালকাজি আসন থেকে।
( Amit Shah on Rahul Gandhi: ‘৫৪ বছরের নেতা নিজেকে যুবক বলেন, সংবিধান নিয়ে ঘোরেন, আর… ’, রাহুলকে খোঁচা অমিতের)
( WBHSCE HS Exam 2025: ২০২৫ উচ্চমাধ্যমিকে অনলাইনে নাম নথিভুক্তির সময়সীমা বাড়ল, শেষ তারিখ কবে?)