সম্প্রতি পাক-অধিকৃত কাশ্মীরের গিলগিট এবং বালতিস্তানের মতো অঞ্চলগুলি পুনরুদ্ধার করার বার্তা দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানালেন চিনার কর্পসের লেফটেন্যান্ট জেনারেল এডিএস আউজলা। তিনি জানিয়েছেন, ভারতীয় সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত। সরকারের নির্দেশ পেলেই সেনাবাহিনী যে কোনও পদক্ষেপ করতে প্রস্তুত।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে আউজলা বলেন, ‘যখনই কেন্দ্রীয় সরকার এমন সিদ্ধান্ত নেয় এবং আমাদের কাছে নির্দেশ আসে। তখনই আমরা পুরোপুরি প্রস্তুত থাকি। আমাদের ঐতিহ্যগত শক্তির পাশাপাশি আমরা নিজেদেরকে আধুনিকভাবেও অনেক শক্তিশালী করতে পেরেছি। যাতে এমন পরিস্থিতিতে আমাদের পিছনে ফিরে তাকাতে না হয়।’ এছাড়াও সীমান্তের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন বিষয় দেখে সীমান্তের অবস্থা স্বাভাবিক বলে মনে হলেও বর্তমান সময়ে সীমান্তে যুদ্ধবিরতি বজায় রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। উল্লেখ্য, শ্রীনগরে শৌর্য দিবস অনুষ্ঠানে পাকিস্তানকে নিশানা করে গিলগিট-বালতিস্তান প্রসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, ‘১৯৯৪ সালে সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত প্রস্তাব অনুসারে পাক-অধিকৃত কাশ্মীরের গিলগিট এবং বালতিস্তানের মতো অঞ্চলগুলি পুনরুদ্ধার করাই ভারতের লক্ষ্য।’ রাজনাথ আরও বলেছিলেন, ‘আমরা সবেমাত্র জম্মু ও কাশ্মীর এবং লাদাখে এগোতে শুরু করেছি। গিলগিট এবং বালতিস্তানে পৌঁছলেই আমাদের লক্ষ্য পূরণ হবে।’