স্বামী বায়ুসেনা অফিসার, স্ত্রী ভারতীয় সেনার ক্যাপ্টেন। ছিলেন দুটি ভিন্ন শহরে। দূরত্ব ছিল ২৫০ কিলোমিটারের। আর তাঁরা দুজনেই একই দিনে আত্মহত্যা করেছেন বৃহস্পতিবার। বায়ুসেনার ফ্লাইট লেফ্টন্যান্ট দীনদয়াল উপাধ্যায় এদিন আত্মহত্যার রাস্তা বেছে নিন। একই দিনে তাঁর স্ত্রী রেনু তানওয়ারের মৃতদেহ উদ্ধার হয় দিল্লি থেকে। দেশের বীর দুই সৈনিকের এমন মৃত্যুতে শোকস্তব্ধ তাঁদের শুভানুধ্যায়ী থেকে পরিবার। প্রশ্ন উঠছে, কী ঘটেছিল যে, এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছিলেন তাঁরা?
৩২ বছর বয়সী দীনদয়াল দীপ ছিলেন বায়ুসেনার ফ্লাইং লেফ্টন্যান্ট। তিনি মোতায়েন ছিলেন আগ্রার খেরিয়া এয়ার ফোর্স স্টেশনে, তাঁর স্ত্রী ক্যাপ্টেন রেনু তানওয়ার মোতায়েন ছিলেন ওই শহরেরই সেনা হাসপাতালে। বৃহস্পতিবার সকালে দীনদয়াল আত্মঘাতী হন আগ্রায়। তাঁর স্ত্রী ক্যাপ্টেন রেনু তানওয়ার আত্মঘাতী হন দিল্লিতে। এই সেনা দম্পতির মৃত্যুতে উঠছে নানান প্রশ্ন। রিপোর্ট বলছে, দীনদয়াল উপাধ্যায়ের দেহ আগ্রায় সেনা হেডকোয়ার্টার থেকে উদ্ধার হয়েছে। তাঁর দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে। তাঁর সহকর্মীরাই গিয়ে তাঁর দেহ উদ্ধার করেন।
( India Vs Canada: ভারতের অনুরোধ সত্ত্বেও বিষ্ণোই গ্যাং নিয়ে পদক্ষেপ করেনি কানাডা, আড়ালে ‘রাজনৈতিক উদ্দেশ্য’- বলছে দিল্লি)
( Hamas Chief: হামাস প্রধান ইয়াহা সিনওয়ার নিহত! ৭ অক্টোবরের মাস্টারমাইন্ডের মৃত্যুর খবরে শিলমোহর ইজরায়েলের PMর)
এদিকে, জানা গিয়েছে, ফ্লাইং লেফ্টন্যান্ট দীনদয়ালের স্ত্রী ক্যাপ্টেন রেনু তানওয়ার তাঁর মায়ের চিকিৎসার জন্য গিয়েছিলেন দিল্লিতে। আর সেখানেই তাঁর দেহ দিল্লি ক্যান্টনমেন্টে অফিসার্স মেসে উদ্ধার হয়।