Updated: 28 May 2023, 08:02 PM IST
লেখক Sritama Mitra
আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্ডেজের বিমানের তাক লাগানো 'শার্প টার্ন' এই মুহূর্তে ভাইরাল। বিমান ল্যান্ড করতে না পেরে কোনও মতে সেখান থেকে শার্প টার্ন নিয়ে বেরিয়ে যায়। এই তাক লাগানো সাহসী 'টার্ন' নিঃসন্দেহে ছিল ঝুঁকি পূর্ণ। এদিকে, এই টার্নের জেরে আশপাশে কোনও ক্ষয়ক্ষতিও হয়নি। আর্জেন্টিনার প্রেসিডেন্টের বিমান বোয়েইং ৭৫৭-২০০ এর পাইলটের এই কীর্তিতে মুগ্ধ অনেকেই। জানা গিয়েছে, ওই বিমান পরে ঘুরে এসে নিরাপদে ল্যান্ড করেছে। তবে ফ্রেমবন্দি এই দৃশ্য আপাতত ভাইরাল। বিমান মিয়ামি থেকে বুয়েনাস আইরিস-এ যাওয়ার পথে এই ঘটনা ঘটে। শেষমেশ বুয়েনাস আইরিস-এর বিমানবন্দের নিরাপদে ল্যান্ড করে বিমান।