Amit Shah attacks Congress & Rahul: মোদীর নাম ভুলে তাঁর 'বাবাকে অপমান' কংগ্রেস নেতার, কড়া ভাষায় আক্রমণ অমিত শাহের
1 মিনিটে পড়ুন Updated: 21 Feb 2023, 08:13 AM ISTঅমিত শাহ কংগ্রেসকে আক্রমণ শানিয়ে বললেন, 'যে ভাষায় কংগ্রেস মুখপাত্র প্রধানমন্ত্রী মোদীকে কথা বলেছেন, সেটা তাঁর নয়ষ সেটা আদতে রাহুল গান্ধীর মনোভাবের সঙ্গে খাপ খেয়ে যায়। ২০১৯ সালেও রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে নিয়ে কুকথা বলেছিলেন। এর জেরে কংগ্রেস হেরে যায়। শুধু তাই নয়, প্রধান বিরোধী দলের তকমাটাও হারিয়ে ফেলে।'
অমিত শাহ