পথ কুকুরকে বাঁচাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির। উত্তর দিল্লির ওয়াজিরাবাদ এলাকার ঘটনা। ২৪ বছর বয়সী ওই যুবক আনন্দ বিহারের একটি হোটেলে রান্নার কাজ করতেন। বৃহস্পতিবার রাতে তিনি বাইক নিয়ে যাচ্ছিলেন। সেই সময় একটি কুকুরকে রাস্তায় বাঁচাতে গিয়ে পিছল খেয়ে বাইক নিয়ে তিনি পড়ে যান। তখনই একটি পিক আপ ভ্যানের সঙ্গে তার ধাক্কা লাগে। মাথায় মারাত্মক আঘাত লাগে তার।
প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে ওই যুবকের নাম রাহুল। তবে তিনি কাজ থেকে বাড়ি ফিরছিলেন নাকি কাজে যাচ্ছিলেন সেটা পরিষ্কার নয়। স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানিয়েছে, একটি কুকুরকে বাঁচাতে গিয়ে রাস্তাতেই তিনি ছিটকে পড়েন। এরপর পিক আপ ভ্যানের সঙ্গে তার ধাক্কা লাগে।
পুলিশ সূত্রে খবর, ওই যুবকের মাথায় হেলমেট ছিল না। ডেপুটি কমিশনার অফ পুলিশ(নর্থ) সাগর সিং কালসি জানিয়েছেন, রাত সাড়ে ১১টা নাগাদ পুলিশের কাছে খবর আসে পুস্তা রোডে একটি দুর্ঘটনা হয়েছে। এরপর গিয়ে দেখা যায় বাইক চালক মৃত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন, বাইকটি পিছল খেয়ে রাস্তায় পড়ে গিয়েছিল। দুর্ঘটনাস্থলে কোনও হেলমেট পাওয়া যায়নি। পুলিশ সূত্রে খবর, ওই যুবক অবিবাহিত ছিলেন। হোটেল থেকে মাসে ১৩ হাজার টাকা করে বেতন পেতেন। তার মৃত্যুতে শোকের ছায়া এলাকায়।