অদম্য ইচ্ছে থাকলে তাতে বয়স যে কোনও বাধা হয়ে দাঁড়ায় না তা প্রমাণ করে দিলেন গুজরাতের আমেদাবাদ বাসিন্দা প্রদীপ কুমার। মাত্র ছয় মাসের প্রস্তুতি নিয়ে ৫২ বছর বয়সে সফল হলেন মেডিক্যালের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় (নিট)। ৯৮.৯৮ পারসেন্টাইল নম্বর পেয়ে নিটে সফল হয়েছেন এই পরীক্ষার্থী। সাধারণত ডাক্তার হওয়ার স্বপ্নেই এই পরীক্ষায় বসেন পরীক্ষার্থীরা। তবে ৫২ বছর বয়সি এই পরীক্ষার্থীর স্বপ্ন কী? তা জানলে আপনিও অবাক হবেন।
বলিউড সিনেমা ‘সুপার থার্টি’ সিনেমার মতোই দরিদ্র বাচ্চাদের ডাক্তারি পড়ার কোচিং দিতে চান প্রদীপ। নিট পাশ করে তিনি এমনটাই জানিয়েছেন। সাধারণত নিট পরীক্ষায় কোনও বেসরকারি ইনস্টিটিউটে কোচিং নিতে গেলে তার খরচ অনেক বেশি পড়ে। যা দরিদ্র পরিবারের পক্ষে বহণ করা সম্ভব হয় না। তাদেরকেই তিনি কোচিং দিতে চান।
দিল্লির একটি স্কুল থেকে ১৯৮৭ সালে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করেছিলেন প্রদীপ। তারপরে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং পরবর্তীতে স্কুল অফ ইকোনমিক্স থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। ছাত্র জীবন শেষ করার পর একটি ব্যবসায়ী জার্নালের মাধ্যমে কর্মজীবন শুরু করেন তিনি। তারপর নিজের ব্যবসা শুরু করেন। তার ছেলেও মেডিক্যালের ছাত্র।