মন্দিরের পাশে শৌচাগার নির্মাণে ক্ষুব্ধ হয়ে সরকারি টয়লেট কমপ্লেক্স ভাঙচুর করল তথাকথিত দক্ষিণপন্থী প্রতিবাদীরা। বুধবার সাহারানপুরের ঘটনায় ৭-৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
গতকাল সাহারানপুরের সদর এলাকায় রাজ্য পরিবহণ নিগমের বাস স্ট্যান্ডের ভিতরে ঢুকে ওই শৌচাগারটি ভাঙচুর করে বিক্ষোভকারীরা। কাছাকাছি একটি মন্দির থাকা সত্ত্বেও বাস স্ট্যান্ডের ভিতরে শৌচাগার নির্মাণের কারণেই প্রতিবাদ জানায় বিক্ষুব্ধরা।
প্রত্যক্ষদর্শীদের দাবি, তাণ্ডব চালানোর সময় বিক্ষোভকারীদের মুখে ‘জয় শ্রী রাম’ স্লোগান ছিল। ঘটনায় সাত-আট জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে সদর থানা। এ দিকে, ভাঙচুরের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরে তা ভাইরাল হয়ে যায়।

ভিডিয়োয় দেখা গিয়েছে, সদ্য সংস্কার করা শৌচাগার কমপ্লেক্সে লোহার রড ও হাতুড়ি নিয়ে ভাঙচুর চালাচ্ছে একদল বিক্ষোভকারী।
ওয়াকিবহাল সূত্রে খবর, দুই দিন আগে একই দলের কয়েক জন প্রতিবাদী সরকারি নির্মাণ সংস্থার আধিকারিকদের ওই জায়গা থেকে শৌচাগার সরানোর দাবি জানান। অন্যথায় তাঁরা নিজেরাই শৌচাগার ভাঙবেন বলে শাসান।
শৌচাগার কমপ্লেক্সের কেয়ারটেকার বিমলা দাবি করেছেন, গত কয়েক দশক ধরে ওই শৌচাগার ওই জায়গাতেই রয়েছে। তিনি জানিয়েছেন, মন্দির ও শৌচাগারের মধ্যবর্তী পাঁচিল বরাবর একটি নর্দমা রয়েছে। এই কারণে শৌচাগার মন্দিরের পাশে অবস্থিত, এই তত্ত্ব অযৌক্তিক বলে মনে করেন বিমলা।