দীপাবলীর আগে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কাশ্মীরের রাজধানী শ্রীনগরের ডাল লেকে। আগুনে পুড়ে ছাই হয়ে গেল একাধিক হাউসবোট। ঘটনায় ৩ বাংলাদেশি পর্যটকের মৃত্যু হয়েছে। এছাড়াও বেশ কয়েকজন জখম হয়েছেন। শনিবার ভোরে এই ঘটনা ঘটে। গোটা ঘটনাকে কেন্দ্র করে সেখানে ব্যাপক আতঙ্ক ছড়ায়। কীভাবে আগুন লেগেছিল তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: খড়গপুরে চলন্ত বাসে লাগল আগুন, জাতীয় সড়কে জ্বলছে গোটা বাস, আহত একাধিক
জানা গিয়েছে, শনিবার ভোর ৫ টা নাগাদ ডাল লেকে কয়েকটি হাউসবোটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন এতটাই ভয়াবহ ছিল যে পাশাপাশি থাকা ৬ টি হাউস বোট পুড়ে ছাই হয়ে যায়। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, ভোর ৫টা ১৫ মিনিটে ডাল লেকের ৯ নম্বর ঘাটের কাছে আগুন লাগে। প্রথমে একটি হাউসবোটে আগুন লাগে। এরপর পাশাপাশি থাকা অন্যান্য বোটগুলিতে আগুন লাগে। দ্রুত আগুন ভয়াবহ আকার নেয়। তথ্য অনুযায়ী, ডাল লেকে আগুন লেগে প্রাণ হারিয়েছেন ৩ জন বাংলাদেশি। ঘটনাস্থলেই ওই ৩ পর্যটকের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, ওই ৩ বাংলাদেশি নাগরিক সাফিনা হাউস বোটে ছিলেন। পুলিশ জানিয়েছে, একের পর এক হাউস বোটে আগুন ছড়িয়ে পড়ায় অন্তত ৬ টি হাউসবোট পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
জানা গিয়েছে, কয়েক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানোর কয়েক ঘণ্টা পর দেহ উদ্ধার হয়। এই ঘটনায় শোক প্রকাশ করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, হাউস বোটগুলি কাঠের তৈরি হয় দ্রুত আগুন ছড়িয়ে পড়েছিল। ফলে সাহায্য পৌঁছানোর আগেই সেগুলি পুড়ে ছাই হয়ে গিয়েছিল। জেলা প্রশাসনের তরফ গোটা ঘটনার তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। জানা গিয়েছে, মর্মান্তিক অগ্নিকাণ্ডে অন্তত ৭ জন গুরুতর আহত হয়েছেন। ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকার৷ প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল।
প্রসঙ্গত, নৈসর্গিক ভূস্বর্গ কাশ্মীরের অন্যতম আকর্ষণ হল ডাল লেকের হাউজ বোটে থাকা। এই সৌন্দর্যের আনন্দ উপভোগ করতে প্রচুর পর্যটক এখানে আসেন। সেরকমই বাংলাদেশের পর্যটকরা এই নৈসর্গিক ভূস্বর্গের দৃশ্য উপভোগ করতে সেখানে গিয়েছিলেন। কিন্তু সেখানে তাদের মর্মান্তিক পরিণতি হল। উল্লেখ্য, এর আগে গত জুলাই মাসে হাউসবোটে আগুন লাগার ঘটনা ঘটেছিল। সেবারও শ্রীনগরের ডাল লেকে আগুন লেগেছিল। যদিও সেই ঘটনায় প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি।