World Smile Day 2023: ‘হাসি’ মুখের কারিগরের হাত ধরেই শুরু বিশ্ব হাসি দিবসের! ফিরে দেখা ইতিহাস Updated: 06 Oct 2023, 11:30 AM IST Sanket Dhar World Smile Day 2023: বিশ্ব হাসি দিবস পালন করা হয় প্রতি বছর ৬ অক্টোবর। জীবনের হাসির গুরুত্ব বুঝিয়ে দিতেই এই বিশেষ দিন পালন করা হয়। তবে দিনটির শুরু এক বিশেষ শিল্পীর হাত ধরে।