Heart Disease Causes: কেন মাঝবয়সীদের মধ্যে বড়ছে হৃদরোগের ভয়াবহ সমস্যা? অভিষেকের অকাল প্রয়াণ তুলছে নানান প্রশ্ন Updated: 24 Mar 2022, 03:45 PM IST Sritama Mitra অকালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন অভিষেক চট্টোপাধ্যায়। ইদানিংকালে একাধিক সেলেবের এমন অকাল প্রয়াণ দেখা গিয়েছে হৃদরোগে আক্রান্ত হওয়ার জেরে। কেন এমন সমস্যা বাড়ছে? দেখে নেওয়া যাক।