সোশ্যাল মিডিয়ায় রিল করার ট্রেন্ড চলছেই। সারা বিশ্বকে নিজের প্রতিভা দেখাতে, মানুষ এখন নাছোড়বান্দা। এককথায়, রিল তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জ্বর সবার মনে। এই ধরনের পরিস্থিতিতে, কখনও কখনও নিরাপত্তাও উপেক্ষা করা হয়। এমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
আরও পড়ুন: (Sexual perversion: তোমার কথা ভেবে গোপনাঙ্গ স্পর্শ করছি…১৫ বছরের ছাত্রকে নগ্ন ভিডিয়ো পাঠাল শিক্ষিকা)
কী দেখা গিয়েছে ভাইরাল ভিডিয়োতে
ভিডিয়োতে এটা স্পষ্ট যে রিল বানাতে মা এতটাই ব্যস্ত ছিলেন যে তাঁর একরত্তি ছোট মেয়ে যে হাইওয়ের দিকে ছুটে চলেছে, সেদিকে গুরুত্বই দিতে ভুলে গিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এই ভিডিয়োতে, ওই মহিলাকে মডার্ন টকিং-এর হিট গান ব্রাদার লুইতে নাচতে দেখা গিয়েছে। আর এই ভিডিয়োর জন্য ওই মহিলাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা হচ্ছে।
আরও পড়ুন: (Lady Loco Pilot: দক্ষিণ পূর্ব রেলের প্রথম মহিলা লোকো পাইলট, সংসার সামলে নজির বাঙালি নারীর)
এভাবেই রক্ষা পেল মেয়েটির জীবন
ভিডিয়োতে দেখা যায়,ওই মহিলার বড় মেয়ে ছোট মেয়ে রাস্তার দিকে চলে যাচ্ছে দেখে, তাঁকে সতর্ক করে দেন। এর পরেই মা দ্রুত নাচ বন্ধ করে তাঁর সন্তানকে ধরতে দৌড়ে যান এবং তাঁকে রাস্তার পাশ থেকে টেনে নিয়ে আসেন। রক্ষা পায় একরত্তির অমূল্য জীবন।