লাইমলাইটে আসার জন্য এবার বড়সড় ট্যাটু করিয়ে বসলেন ইন্টারনেট ইউজার। তাও আবার নামি কোম্পানির এনার্জি ড্রিঙ্কের ট্যাটু। যা দেখে অবাক কর্মকর্তারা। পোস্টটি ভাইরাল হতেই চক্ষু চড়কগাছ নেটিজেনদের।
এই ব্যক্তি মনস্টার এনার্জি ড্রিংক লোগো ট্যাটু করিয়েছেন নিজের বুকে। বুকে ট্যাটু করার মতো সাহসী সিদ্ধান্ত অনলাইনে প্রশংসিতও হচ্ছে। কোম্পানির স্বীকৃত বড় আকারের 'এম' চিহ্ন আঁকা এই ট্যাটুটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ শেয়ার করা হয়েছে।
আরও পড়ুন: (Cooking Tips: ভালো খাসির মাংস রাঁধবেন করবেন কীভাবে? রইল মাংস কেনা থেকে রান্নার পুরো গাইড)
ভাইরাল পোস্টে কী দেখা গিয়েছে
ট্যাটুটি সকলের আকারের জন্য মনোযোগ আকর্ষণ করেছে। কারণ বড় আকারের 'এম' - তিনটি আঁচড়ের চিহ্নের মতো করে ডিজাইন করা হয়েছে। নিজের বুকের উপর অনেকটা জায়গা জুড়ে এই ট্যাটুটি করেছেন ব্যক্তি। যদিও, তাঁর এই ট্যাটু দেখে একেবারেই খুশি হয়নি কোম্পানি। অন্তত সোশ্যাল মিডিয়ার মনস্টার এনার্জির প্রতিক্রিয়া দেখে তা মনে হয়নি।
এনার্জি ড্রিংক কোম্পানি একটি হাস্যকর মন্তব্য করে, ভাইরাল পোস্টের জবাব দিয়ে বলেছে, এটি কখনও না দেখলেই ভালো হতো। কোম্পানির সঙ্গে একমত নেটিজেনরাও। একজন বলেছেন, আমিও আপনার মতোই না দেখলে ভালো হতো। ওই ব্যক্তি, এমন উদ্যোগ নেওয়ার পরেও কোম্পানির প্রতিক্রিয়া দেখে ক্ষুব্ধ আবার কেউ কেউ।
আরও পড়ুন: (Viral Video: 'বৃষ্টি সবার জন্য রোম্যান্টিক নয়', বৃষ্টির মধ্যে খাবারের ডেলিভারি বয়কে দেখে চোখে জল নেটিজেনদের)
একজন বললেন, মনস্টার কোম্পানিকে ভালোবেসে ট্যাটু করালেন ঠিকই। কিন্তু লাভ কী হল। কোম্পানি নিজেই আপনার উদ্যোগকে স্বীকৃতি দিল না। আরও একজনের দাবি, আমারও এটা মনে হচ্ছে যে কোম্পানির কাছ থেকে এমন প্রতিক্রিয়া আশা করা যায় না, যা তিনি এতদিন আশা করেছিলেন।
আরও পড়ুন: (Offbeat Travel: পুজোয় অফবিট কোথাও বেড়ানোর প্ল্যান? কলকাতা থেকে কয়েক ঘণ্টা দূরের গনগনি মন ভরাতে পারে)
এই প্রথম নয়, এর আগেও এই ধরনের পানীয় পণ্যের ব্র্যান্ডের লোগো ট্যাটু করিয়ে বসেছেন অনেকেই। একবার তো এক স্প্রাইট ব্রান্ডের লোগো ট্যাটু করে বসেছিলেন। যদিও এ ক্ষেত্রে স্প্রাইট বানানটি ভুল লিখেছিলেন তিনি। তাঁর ট্যাটুতে লেখা ছিল স্পাইট (Sprite-এর পরিবর্তে Spite)। এই পোস্টটিও ব্যাপক নজর কেড়েছিল সোশ্যাল মিডিয়ার।