ছোট থেকে বড়, চকলেট সকলেরই পছন্দ। এমনকি অবসাদ কমানোর জন্যও চকলেটের জুড়ি মেলা ভার। ভারতের যে সমস্ত চকলেট বিখ্যাত তার মধ্যে উল্লেখযোগ্য হল ডেয়ারি মিল্ক, কিটক্যাট, ফাইভ স্টার এবং পার্ক। কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় উঠে এলো এমন কিছু চকলেটের ব্র্যান্ডের নাম, যা দেখে হেসে খুন নেট দুনিয়ার বাসিন্দারা।
সম্প্রতি ইনস্টাগ্রামে ভাইরাল হল এমন একটি ভিডিয়ো, যেখানে দেখা যাচ্ছে কিছু চকলেট ব্র্যান্ডের নাম। এই চকলেট ব্র্যান্ডগুলি পাকিস্তানের ব্র্যান্ড বলে দাবি করা হয়েছে। যদিও ভিডিয়োটি দেখার পর অনেকেই দাবি করেছেন, এই চকলেট ব্র্যান্ড গুলি আসলে ইরানের তৈরি। চলুন দেখে নেওয়া যাক কি কি ব্র্যান্ড রয়েছে এই ভিডিয়োতে।
(আরও পড়ুন: ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে বিশ্বের প্রাচীনতম মানচিত্র, সামনে এলো ভিডিয়ো)
ভিডিয়োয় যে সমস্ত চকলেটের ব্র্যান্ড দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে রয়েছে স্মার্ট বিন্স, মিল্কি বল, ফেয়ারি রোজ, বান্টি এন্ড বিন্স, টিক টক, ম্যাস, স্নুকার্স, কোকো বান্টি। নামগুলি দেখেই রীতিমতো হেসে লুটোপুটি খাচ্ছেন সকলেই। অনেকে আবার বলছেন, এ তো ভারতের ব্র্যান্ডের নকল করা।
ইতিমধ্যে এই ভিডিয়োটি প্রায় পাঁচ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন। ভিডিয়োয় একজন কমেন্ট করে লিখেছেন, ‘যে যাই বলুক, দ্বিতীয়টি কিন্তু খেতে অসাধারণ।’ অন্য একজন লিখেছেন, ‘এটা দেখে ভীষণ হাসি পাচ্ছে।’ আবার একজন লিখেছেন, ‘দেখেই বোঝা যাচ্ছে ভারতের ব্র্যান্ডের নকল করে নাম লেখা।’
(আরও পড়ুন: দুই হাতে ২০০ কেজি, খুশি কাপুরের জিমের ভিডিয়ো দেখে অনুপ্রাণিত নেটিজেনরা)
আবার একজন লিখেছেন, ‘ভারতীয় কিন্তু ৯০ দশকের শেষের দিকে এইরকম পণ্য বিক্রি হতো। যদিও এখন হয় না। তখন কিট ক্যাটের পরিবর্তে ক্যাট কিট, ডেইরি মিল্কের পরিবর্তে ডেইলি মিল্ক। এই সমস্ত বিক্রিত ভীষণভাবে।’ আবার একজন লিখেছেন, ‘এই নামগুলি দেখে এতটাই হাসলাম যে আসল নামগুলিই ভুলে গেলাম।’