বছরে সাড়ে ৩ লাখ হার্ট অ্যাটাক শুধু প্লাস্টিকের কারণে! চিন্তায় ফেলল নয়া গবেষণা Updated: 03 May 2025, 04:08 PM IST Sanket Dhar ২০১৮ সালের একটি ল্যানসেট স্টাডি জানিয়েছে, বছরে সাড়ে তিন লাখ হার্ট অ্যাটাকের নেপথ্যে প্লাস্টিকের ভূমিকা রয়েছে বলে জানা গিয়েছে। প্লাস্টিকের অন্যতম মূল উপাদান থ্যালেটই এর জন্য দায়ী।