দীর্ঘ পাঁচ বছরের প্রতীক্ষার অবসান। ফের সগৌরবে আসল রূপে শুরু হতে চলেছে পৌষমেলা। পৌষমেলার অন্যতম আকর্ষণ এই বছর সানাই। প্রেসিডেন্সি জেলের বন্দিরা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সানাই বাজাবেন। আজ অর্থাৎ রবিবার ২২ ডিসেম্বর মেলার উদ্বোধনী অনুষ্ঠান হবে। অনুষ্ঠান আয়োজিত হয়েছে শান্তিনিকেতন গৃহে। তার আগে অনুষ্ঠিত হবে বৈতালিক রাত নটায়। মেলার সম্পূর্ণ সূচি মেলা কমিটির তরফে ভাগ করে নেওয়া হয়েছে। নিচে সেই সূচিপত্রের ছবি দেওয়া হল। এখান থেকে দেখে নিতে পারেন কবে কোন অনুষ্ঠানের আয়োজন করেছে পৌষমেলা কর্তৃপক্ষ।
মেলা আয়োজিত হচ্ছে ৬ দিনের জন্য
প্রসঙ্গত, এই বছর ৬ দিন যাবৎ মেলার আয়োজন করেছে কর্তৃপক্ষ। মেলার উদ্বোধনী অনুষ্ঠান ২২ ডিসেম্বর রাতে হলেও মেলা শুরু হবে ৭ পৌষ সকালে। ৭ পৌষ অর্থাৎ ২৩ ডিসেম্বর সকালে বৈতালিক অনুষ্ঠিত হওয়ার পর মেলা শুরু হয়ে যাবে। অনুষ্ঠানসূচী বলছে ৭ থেকে ১০ পৌষ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। তবে অনুষ্ঠানসূচী প্রয়োজনে পরিবর্তন করা যেতে পারে বলে জানিয়েছে মেলা কর্তৃপক্ষ।
থাকছে না বাংলাদেশের স্টল
এবারের মেলায় উপস্থিত থাকবে না বাংলাদেশের স্টল। মেলা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এবার নেপাল-ভুটানের স্টলও অনুপস্থিত থাকছে মেলাপ্রাঙ্গণে। বাংলাদেশের পরিস্থিতি টালমাটাল বলেই এ বছর বাংলাদেশ থেকে কোনও স্টল আসেনি বলে জানা গিয়েছে। শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক অনিল কোনার সংবাদমাধ্যমকে বলেন, বাংলাদেশের পাশাপাশি নেপাল এবং ভুটান থেকেও কোনও স্টল আসেনি। ফলে এবারের পৌষমেলাকে আন্তর্জাতিক পৌষমেলা বলা যাবে না। এর জন্য কিছুটা খারাপ লাগাও রয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে এবার মেলা সবাই উপভোগ করবেন বলে তিনি জানিয়েছেন। তবে অনিলবাবুর আশা, আগামী বছর থেকে ফের আন্তর্জাতিক হয়ে উঠবে পৌষমেলা।
দেখে নিন পৌষমেলার সূচি
প্রাথমিকভাবে ৬ পৌষ রাতের উদ্বোধনী অনুষ্ঠান থেকে ১০ পৌষ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের সূচি প্রকাশ করেছে শান্তিনিকেতন ট্রাস্ট। প্রয়োজনে এই তালিকায় আরও সংযোজন করা হতে পারে বলেও জানানো হয়েছে। আবার সূচির বদলও হতে পারে বলে জানানো হয়েছে। নিচে তালিকার সম্পূর্ণ সূচি দেওয়া হল।


সূচি দেখবেন কীভাবে
সূচি ডাউনলোড করতে কিছুক্ষণ ছবির উপর প্রেস করুন। ডাউনলোড ইমেজ অপশনটি এলে তাতে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে গোটা ছবিটি।