Interior Decorating Tips: অন্দরসজ্জার সময় চারপাশের জিনিসগুলির মধ্যে একটা সামঞ্জস্য থাকলে খুব ছোট ঘরও দৃষ্টিনন্দন হয়ে ওঠে। ইন্টেরয়র ডিজাইনাররা ঘর সাজানোর সময় কিছু ফর্মুলা মেনে চলেন। এই ফর্মুলাগুলির মধ্যে অন্যতম হল ৩-৫-৭ রুল। বিজোড় সংখ্যায় বিভিন্ন জিনিস ব্যবহার কররে ঘর সাজানোই এই রুল বা নিয়মের আসল উদ্দেশ্য। এতে ঘর যতই ছোট হোক, বেশ আকর্ষণীয় হয়ে ওঠে। আপনার ঘরে এই নিয়ম কীভাবে প্রয়োগ করবেন ভাবছেন? আসুন, দেখে নেওয়া যাক।
আরও পড়ুন - রাঢ় বাংলার বুকে নিহিত আজও তাঁর পদচিহ্ন, মহাবীরকে যেভাবে পেয়েছে বঙ্গদেশ
৩-৫-৭ নিয়ম আদতে কী?
৩-৫-৭ নিয়মটি একটি ডিজাইনিং রুল। এই নিয়ম বিজোড় সংখ্যার ধারণার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বিজোড় সংখ্যাগুলি অন্দরসজ্জার মধ্যে একধরনের ভারসাম্য এনে দেয়। এতে ঘরের ভিতরটা খুব নিয়মমাফিক সাজের বদলে ক্যাজুয়াল লুক পায়। পাশাপাশি আবার আকর্ষণীয়ও হয়। এর পিছনে অবশ্য বিজ্ঞান রয়েছে। মানুষের মস্তিষ্ক জোড়-সংখ্যার বিন্যাসের চেয়ে বিজোড়-সংখ্যার বিন্যাসগুলিকে বেশি আকর্ষণীয় এবং গতিশীল বলে মনে করে,বলে দেখা গিয়েছে। তাই এই বিশেষ নিয়ম।
আরও পড়ুন - এত ‘ও’-র মাঝে লুকিয়ে একটিমাত্র জিরো! দেখতে পেলেন? সময় মাত্র ৫ সেকেন্ড
আপনার ঘরে কীভাবে প্রয়োগ করবেন এই নিয়ম?
কফি টেবিল, বুকশেল্ফ বা সাইড টেবিল সাজানোর সময়, তিন, পাঁচ, অথবা সাতটি আইটেমের একটি গ্রুপ করে নিন। যেমন একটি সাইড টেবিলে বিভিন্ন উচ্চতার তিনটি মোমবাতি রাখতে পারেন। বা একটি বড় কনসোল টেবিলে বিভিন্ন আকারের পাঁচটি ফুলদানি ফুল দিয়ে সাজিয়ে রাখতে পারেন। বুকশেল্ফ সাজানোর সময় বইগুলিরও গ্রুপিং করে নিন। সাতটি বইয়ের এক একটি গ্রুপ করতে পারেন। অথবা তিনটে, পাঁচটে ও সাতটা বইয়ের গ্রুপ করে বিভিন্ন তাকে সাজিয়ে রাখতে পারেন।
বেডরুম সাজাবেন যেভাবে
অনেকেই বেডরুমে বিভিন্ন ধরনের পেন্টিং রাখতে পছন্দ করেন। আপনার ঘরেও সোফা বা বিছানার উপরে তিনটি ফ্রেমের এমন কোনও শিল্পকর্মের সেট রাখতে পারেন। অথবা পাঁচটি ছোট ছোট পেন্টিংয়ের গ্রুপও করতে পারেন। এছাড়াও, সোফার কুশান সাজানোর সময় এভাবেই বিজোড় সংখ্যায় কুশান রাখুন। সাধারণত বেশিরভাগ দোকান থেকে বিজোড় সংখ্যক কুশনই দেওয়া হয়ে থাকে। ফলে সাজাতেও সুবিধা হবে এই ক্ষেত্রে।