
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
সোশ্যাল মিডিয়া জুড়ে এখন শুধুই বিউটি টিপস অথবা শারীরিক যত্নের ভিডিয়োর ছড়াছড়ি। ত্বক সুন্দর করার প্রসঙ্গ যখন ওঠে তখন স্বাভাবিকভাবেই মাথায় আসে কোরিয়ান মেয়েদের কথা। কোরিয়ান মহিলাদের কাঁচের মতো ঝকঝকে ত্বক পাওয়ার জন্য চেষ্টা করেন অনেকেই। এবার সেই বিষয় নিয়েই এটি নতুন ভিডিয়ো নিয়ে এলেন অভিনেত্রী কুশা কপিলা।
কুশা ভিডিয়োয় বলেন, ‘২০২৪ সালে এসে আমি বুঝতে পেরেছি ভাত খাওয়ার জন্য নয়, শুধুমাত্র মুখে লাগানোর জন্য ব্যবহার করা উচিত। এতদিন পর্যন্ত আমরা জানতাম ভাতে প্রচুর পরিমাণে ফ্যাট রয়েছে তাই ভাত না খাওয়া উচিত কারণ এটাই সত্যি। ভাত খেয়ে কী হবে? বরং ভাত ত্বকেই লাগানোর জন্য ব্যবহার করা উচিত।’
(আরও পড়ুন: শত চেষ্টার পরও বেড়ে যাচ্ছে ভুঁড়ি! CT Scan করাতেই চক্ষু চড়কগাছ, পেটের ভিতর…)
তিনি বলেন, ‘যখন আমরা কোরিয়ান ভাই-বোনদের দিকে দেখি, তখন বুঝতে পারি তাঁদের চুল এবং ত্বক এত সুন্দর কেন। কোরিয়ান ভাই-বোনরা মশ্চারাইজার থেকে ফেসওয়াশ এমন কি টোনার পর্যন্ত সবই ব্যবহার করেন সেদ্ধ চাল। শুধু মুখে নয়, সারা শরীরে সেদ্ধ চাল ব্যবহার করেন তাঁরা।’
অভিনেত্রী আরও বলেন, ‘শুধু ত্বক পরিষ্কার করার জন্য নয়, চুলের জন্যও কোরিয়ান ভাই-বোনেরা ব্যবহার করে্ন সেদ্ধ চালের জল। এই জল ব্যবহার করার ফলে কোরিয়ান ভাইবোনদের চুল হয়ে ওঠে মসৃণ এবং লম্বা। তাই ত্বক এবং চুলের যত্নের জন্য এটি প্রধান উপাদান হিসেবে সেদ্ধ চাল বা ভাতকে ব্যবহার করা যেতেই পারে।’
(আরও পড়ুন: ফেসওয়াশের বদলে রান্নাঘরের এই ৫ জিনিস ব্যবহার করুন, উপকার পাবেন আরও বেশি)
২০২৩ সালে ইন্টারন্যাশনাল জার্নাল অফ মলিকুলার সাইন্সে প্রকাশিত একটি গবেষণা থেকে জানা যায়, রাইস ব্র্যান অয়েলে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য থাকার ফলে এটি ত্বককে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে, যা ত্বকে আনতে দেয় না বার্ধক্যের ছাপ। ত্বকে বলিরেখা এবং যে কোনও প্রকারের দাগ মুছে দেওয়ার জন্য সেদ্ধ চাল ব্যবহার করা ভীষণ উপকারী।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports