আলিপুরদুয়ার: কে না চায় উপরে উঠতে। তাই উচ্চতার নিরিখে চলে বাজিমাত করার চেষ্টা। অন্য পুজোকে টক্কর দেওয়ার চেষ্টা জারি থাকে। এবার সেই চেষ্টারই সাক্ষী হতে চলেছে আলিপুরদুয়ারের বারবিশা (Kali Puja 2024 In Alipurduar)। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারবিশার বিবেকানন্দ ক্লাবের পুজো এবার তাক লাগাচ্ছে উচ্চতার নিরিখেই। প্রায় ৩৩ ফুট উঁচু কালী মূর্তি (Kali Puja 2024) তৈরি করবে এই ক্লাব। কালীপুজোর পাশাপাশি মেলার জন্যও প্রস্তুতি তুঙ্গে রয়েছে বর্তমানে। কালী প্রতিমা তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বারবিশার চৌপথী ক্লাব ঘরের পাশেই তৈরি হচ্ছে এই ৩৩ ফুট উঁচু প্রতিমা।
আরও পড়ুন - Astrology Tips: ঘরে বিড়াল ঢুকে পড়া শুভ না অশুভ ইঙ্গিত? কখন সাবধান হবেন
পুজোর পাশাপাশি ১৩ দিন মেলার আয়োজন
প্রসঙ্গত, প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে দুর্গাপুজোর আগে থেকেই। চলতি বছর ১৩ দিন ধরে মেলা চলবে পুজো উপলক্ষে। মেলার মধ্যে তৈরি হচ্ছে মুক্তমঞ্চ (Kali Puja 2024 News)। সেখানে যাত্রাপালা, বাউলগানের আসর, কবিগানসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও থাকছে।
৫৫তম বর্ষে পদার্পণ
বারবিশা বিবেকানন্দ ক্লাবের পুজোর উন্মাদনা বরাবরই তুঙ্গে থাকে। চলতি বছরেও তার অন্যথা হচ্ছে না বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ। সংবাদমাধ্যমকে ক্লাবের এক সদস্য বলেন, ২০২৪ সালে ৫৫তম বর্ষে পদার্পণ করল বিবেকানন্দ ক্লাবের কালীপুজো। এই পুজো সারা উত্তরবঙ্গের কাছে বড় আকর্ষণ। শুধু তাই নয়, ঠাকুর দেখার জন্য অসম, ভুটান থেকেও দর্শনার্থীরা আসেন বলে জানাচ্ছেন তিনি।
আরও পড়ুন - Karwa Chauth 2024: করওয়া চৌথে গ্রহ সেনাপতি মঙ্গলের গমন! ফুলে ফেঁপে উঠবে ৪ রাশির ভাগ্য
পুজোর পাশাপাশি সামাজিক কর্মসূচি
পুজোর পাশাপাশি সামাজিক কর্মসূচিরও আয়োজন করা হয় বিবেকানন্দ ক্লাবের এই পুজোয়। যা ৫৫তম বর্ষের পুজোকে নতুন মাত্রা দেয় বলে জানাচ্ছেন ক্লাবের সদস্যরা। মূলত কালী প্রতিমা দেখতেই প্রতি বছর উল্লেখযোগ্য ভিড় হয় বলে জানাচ্ছেন ক্লাবকর্তারা। এছাড়া, মেলার মধ্যে সার্কাসের আয়োজন, নাগরদোলা, রকমারি দোকানপাট ও মুক্তমঞ্চের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান তো রয়েছেই।