পরবর্তী খবর
বাংলা নিউজ > টুকিটাকি > জামাই ষষ্ঠীতে শাশুড়িকে প্রণাম জানিয়ে কী লিখবেন? বেছে নিন এই ১০ মেসেজ থেকে
জামাই ষষ্ঠীতে শ্বশুরবাড়িতে মিষ্টির হাড়ি নিয়ে যাওয়াই জামাইয়ের রীতি। কিন্তু কর্মসূত্রে বাইরে থাকলে এই বিশেষ অনুষ্ঠানটি পালন করা হয়ে ওঠে না। তবে এমনটা হলে অনেকেই মেসেজ জামাই ষষ্ঠীর শুভেচ্ছাবার্তা পাঠিয়ে থাকেন। জামাই শাশুড়িকে প্রণাম জানিয়ে বিশেষ মেসেজ লেখেন। কিন্তু মেসেজে কী লিখবেন সেটাই ভেবে পাচ্ছেন না? দেখে নিতে পারেন এই সেরা ১০টি মেসেজ। এখান থেকেই বেছে নিতে পারেন আপনার পছন্দমতো।
আরও পড়ুন - দেশে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা, ঘুরতে গেলে এসব ব্যাপার খেয়াল রাখুন অবশ্যই
জামাই ষষ্ঠীর সেরা ১০ শুভেচ্ছাবার্তা
- আপনার আশীর্বাদেই জীবনের সব বাধাবিপত্তি পেরিয়ে চলেছি। এই বছর কাজের জন্য আসতে পারলাম না। পরের বার নিশ্চয়ই চেষ্টা করব। শুভ জামাই ষষ্ঠী মা। আমার প্রণাম নেবেন।
- আপনার ও বাবার আশীর্বাদ আছে বলেই আমরা আজ এত সুখী রয়েছি। কাজের চাপের মধ্যে থেকে ছুটি বার করে উঠতে পারিনি। আশা করছি, পরের বার পারব। শুভ জামাই ষষ্ঠী। আমার প্রণাম নেবেন মা।
আরও পড়ুন - পাথরের চাঁইয়ের ফাঁকে বিষাক্ত সাপ! সামান্য ভুলেই যেতে পারে প্রাণ, খুঁজে পেলেন?
- আজকের এই শুভ দিনে আমার প্রণাম নেবেন মা। শুভ জামাই ষষ্ঠী।
- আমি, ও আর আমাদের একরত্তি সবাই আপনার আশীর্বাদে ভালো আছি। আমার প্রণাম নেবেন মা। শুভ জামাই ষষ্ঠী।
- জামাই ষষ্ঠী দিনটি বরাবরই আমার কাছে বিশেষ একটি দিন। আপনার ভালোবাসা যেমন পাই, তেমনই আপনার হাতের সেরা রান্নাগুলি খাওয়ার সুযোগ হয়। আমার প্রণাম নেবেন মা। শুভ জামাই ষষ্ঠী।
- জামাই ষষ্ঠীর দিনটি শুধু জামাইয়ের জন্য নয়, শাশুড়ির জন্যও বিশেষ একটি দিন। মায়ের মতো সবসময় আমাদের আশীর্বাদ করার জন্য আজ আমরা এই স্থানে। আমার প্রণাম নেবেন মা। শুভ জামাই ষষ্ঠী।
- জামাই ষষ্ঠীর অসংখ্য প্রণাম নেবেন মা। শুভ জামাই ষষ্ঠী।
- আপনার আশীর্বাদ চিরকাল আমাদের সঙ্গে থাক, এটাই চাই। আমার প্রণাম নেবেন মা। শুভ জামাই ষষ্ঠী।
- জামাই ষষ্ঠীতে এটাই কামনা করি, আপনার আশীর্বাদ যেন সবসময় সঙ্গে থাকে। শুভ জামাই ষষ্ঠী।
- আমার প্রণাম নেবেন মা। বাবাকেও প্রণাম জানাবেন। শুভ জামাই ষষ্ঠী।