
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
কলকাতা, ২১ এপ্রিল, ২০২৫: রবিবার কলকাতার প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন অ্যালামনাই অ্যাসোসিয়েশন (আইআইএমসিএএ) পশ্চিমবঙ্গ চ্যাপ্টারের বার্ষিক প্রাক্তনী পুনর্মিলন অনুষ্ঠান। ১৩তম বার্ষিক এই পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিমবঙ্গ চ্যাপ্টারের সভাপতি শুভ্র নিয়োগী এবং বিভিন্ন ক্ষেত্রের প্রাক্তন ছাত্ররা। চ্যাপ্টারের বিশিষ্ট পৃষ্ঠপোষক অশোক ভট্টাচার্য এবং আশিস চক্রবর্তী এবং আইআইএমসিএএ-এর প্রাক্তন সভাপতি প্রসাদ সান্যাল সমাবেশে বক্তব্য রাখেন। রবিবার সন্ধের মূল আকর্ষণ ছিল রজতজয়ন্তী ব্যাচের (১৯৯৯-২০০০) প্রাক্তন ছাত্র অনুপম রানাকে সংবর্ধনা।
আরও পড়ুন - Pope Francis Quotes: ‘আমিও পাপী…’ পোপ ফ্রান্সিসের এই ৯ উক্তি আজও গোটা বিশ্বের কাছে আদর্শ
পুনর্মিলনী অনুষ্ঠানটি আইআইএমসিএএ-এর প্রাক্তন ছাত্রদের একটি নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতি বছর আয়োজন করা হয়ে থাকে। গণমাধ্যমের ক্রমপরিবর্তনশীল দুনিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা নিয়ে এই দিন অংশগ্রহণকারীরা আলোচনা করেন। এছাড়াও, ট্রান্সক্রিপশন, অডিও ও ভিডিও এডিটিং এবং সংবাদ প্রতিবেদনগুলিকে মিডিয়া হাউস-নির্দিষ্ট শৈলীর সঙ্গে মানিয়ে নেওয়ার মতো কাজগুলিকে সহজ করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা নিয়েও আলোচনা করা হয়। এদিনের অনুষ্ঠানে IIMCAA-এর কর্মকর্তারাও বক্তব্য রাখেন। বক্তাদের মধ্যে ছিলেন ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টারের কোষাধ্যক্ষ আমরিন ইজহার, প্রমোদ কুমার, অভিরূপ বসু, সৌমিকা দাস, রাশি বিসারিয়া, IIMCAA-এর কোষাধ্যক্ষ অনিমেষ বিশ্বাস এবং বাংলাদেশ চ্যাপ্টারের রঞ্জন সেন সহ অন্যান্যরা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports