
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
Diwali Wishes2024: সারা ভারত জুড়ে ৩১ অক্টোবর দীপাবলি উৎসব পালিত হবে। এই দিনই অর্থাৎ ৩১ অক্টোবর পালিত হবে দিওয়ালি উৎসব। দিওয়ালি উৎসবটি মূলত অবাঙালিদের উৎসব। এই দিন মা লক্ষ্মীর আরাধনার মাধ্যমে দিওয়ালি পালন করেন অবাঙালিরা।আজ জেনে নিন দীপাবলি উৎসব উপলক্ষে কিছু শুভেচ্ছা বার্তা, যা আপনার বন্ধু বা প্রিয়জনকে পাঠাতে পারেন।
১) দেবী লক্ষ্মীর আশীর্বাদে সবসময় অর্থে ভরে থাকুক তোমার সিন্দুক, তোমাকে জানাই শুভ দীপাবলি।
২) তোমার জীবনে যেন কখনও অর্থের অভাব না হয়, তোমাকে মন থেকে জানাই শুভ দীপাবলি।
৩) এই দীপাবলি উৎসব উপলক্ষে আলোয় ভরে উঠুক তোমার জীবন, কোনও অন্ধকার যেন কখনও তোমাকে স্পর্শ না করতে পারে। তোমাকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা।
(আরও পড়ুন: ভক্তদের অলংকারেই নৈহাটির বড়মার সাজ! কী কী নিবেদন করা যায় তাঁকে)
৪) সুস্বাস্থ্য এবং সাফল্যে ভরে উঠুক তোমার জীবন, তোমার মুখে হাসি সর্বদা বজায় থাকুক। তোমাকে জানাই শুভ দীপাবলির ।
৫) জীবনের সমস্ত অন্ধকার মুহূর্ত দূরে চলে যাক, তোমার জীবনে সব সময় আসুক আনন্দের ঝর্ণা, খুব ভালো থেকো। তোমাকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা।
৬) আতশবাজির আলোর মাধ্যমে তোমার জীবনে আসুক আনন্দ, পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকো। তোমাকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা বার্তা।
৭) এই বছর দীপাবলির শুভক্ষণে তোমার জীবনে আসুক প্রচুর ঐশ্বর্য, তোমাকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা।
৮) নতুন জামা, উপহার লেনদেনের মাধ্যমে এই দিনটি হয়ে উঠুক আনন্দময়। শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা জানাই তোমাকে।
(আরও পড়ুন: মিষ্টি বা ড্রাই ফ্রুট নয়, দীপাবলিতে প্রিয়জনকে দিন এই উপহার)
৯) মা লক্ষ্মী এবং গণেশের আশীর্বাদে তোমার জীবনে যেন কখনও অর্থের অভাব না হয়, তোমাকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা বার্তা।
১০) পরিবার, বন্ধুদের সঙ্গে খুব ভালো থাকো, সব সময় সুস্থ থাকো এই কামনাই করি। তোমাকে জানাই শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports