দিল্লিতে কোভিডের শিকার ২২ বছরের তরুণী, দেশে মোট আক্রান্ত ৪০০০, বাংলায় কী হাল? Updated: 02 Jun 2025, 06:30 PM IST Sanket Dhar দিল্লিতে কোভিডের শিকার হলেন ২২ বছরের তরুণী। সারা দেশে বর্তমানে আক্রান্তের সংখ্যা ৩৯৬১ জন। কিন্তু একই সঙ্গে খুশির খবর, এর মধ্যে ২১০০ জন ছাড়া পেয়ে গিয়েছেন। রাজ্যের কী হাল?