গত ৮ সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা পাডুকোন। সন্তান জন্মের ৮ দিন পর নবজাতককে কোলে নিয়ে সস্ত্রীক বাড়ি ফিরেছেন রণবীর সিং। কন্যা সন্তানের জন্মের পরেই এবার আরও একটি বড় ঘোষণা করলেন দীপিকা ও রণবীর। আলিবাগে ২২ কোটি টাকার একটি বিলাসবহুল বাংলো কিনে নিয়েছেন এই দম্পতি।
সূত্র অনুযায়ী জানা গেছে, এভারস্টোন গ্রুপের রাজেশ জাগ্গি ছিলেন এই বাংলাটির মালিক। Zapkey.com থেকে প্রাপ্ত রেজিস্ট্রেশনের বিশদ অনুযায়ী, KA Enterprises LLP - এর মাধ্যমে এই ডিল করা হয়েছে, যেখানে দীপিকা একজন অংশীদার এবং R S Worldwide Entertainment Private Limited, যার পরিচালক রণবীর।
(আরও পড়ুন: কফি ভালোবাসেন? তাহলে ট্রাই করুন এই নতুনত্ব কফি ককটেলগুলি)
গত ১৩ সেপ্টেম্বর এই সম্পত্তিটি নিবন্ধিত হয়েছিল এবং স্ট্যাম্প ডিউটি হিসেবে ১.৩২ কোটি টাকা দেওয়া হয়েছিল। এই সম্পত্তিটি ১৮,০০০ বর্গফুট এবং ২.২৫ একর জুড়ে বিস্তৃত। রেজিস্ট্রেশন ডকুমেন্ট অনুযায়ী, মোট চারটি প্লট একত্রিত করে এটি তৈরি করা হয়েছে। প্রতি বর্গফুট ১২ হাজার টাকা দাম ধার্য করা হয়েছে এই বিলাসবহুল বাংলোটির।
এই বিশেষ বাংলোটি আলিবাগের মাপগাঁও নামক একটি স্থানে অবস্থিত যেটি কিহিম বিচ থেকে ১০ মিনিটে দূরত্বে অবস্থিত। এই স্থানে বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন থেকে শুরু করে বিরাট কোহলি পর্যন্ত বাংলো কিনেছেন। শহরের কাছাকাছি কিন্তু সমুদ্রের ধারে মনোরম পরিবেশের জন্য বিখ্যাত এই স্থানটি। দৈনন্দিন জীবনের তাড়াহুড়ো থেকে কিছুটা মুক্তি পাওয়া যায় এই স্থানে এলে।
(আরও পড়ুন: কাল ঘুড়ি ওড়ানোর দিন, বিশ্বকর্মা পুজোর সঙ্গে এই দিনটি জুড়ে গেল কীভাবে)
প্রসঙ্গত, আলিবাগের বাংলো গুলি ১ একর থেকে ১০ একর পর্যন্ত বিস্তৃত, যেগুলির দাম ১০ কোটি থেকে ৭০ কোটি টাকার কাছাকাছি। জলপথে মুম্বই থেকে আলিবাগ পৌঁছাতে সময় লাগে মাত্র ৪৫ মিনিট, প্রতিটি ফেরি ১৪৫টি গাড়ি এবং ৫০০ জন যাত্রী বহন করতে পারে। ফেরিটি চালু হয়েছিল ২০২০ সাল থেকে।