সময় বদলায়, সময় এগোয়, আর তার সঙ্গে তাল মিলিয়ে আসে আরও অনেক বদল। ১৯৭৮ সালে যে ডন হয়েছিল তাতে নাম ভূমিকায় ধরা দিয়েছিলেন অমিতাভ বচ্চন। এরপর ২০০৬ সালে সেই ছবির রিমেকে বিগ বির জায়গায় আসেন শাহরুখ খান। এবার আবার আরও একবার বদলের সাক্ষী থাকবেন সকলে। ‘ডন ৩’ ছবিতে ডন হয়ে ধরা দেবেন রণবীর সিং। আর সেই খবর প্রকাশ্যে আসতেই ১৯৭৮ সালে মুক্তি পাওয়া ডন ছবির নায়িকা তথা রোমার চরিত্রে যাঁকে দেখা গিয়েছিল সেই জিনাত আমান এবার শুভেচ্ছা জানালেন নতুন ডন ওরফে রণবীর সিংকে।
শাহরুখের জুতোতে এবার পা গলাতে চলেছেন রণবীর। ফলে এই খবর প্রকাশ্যে আসার পরই পাওয়া গিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ বেজায় খুশি, কেউ কেউ আবার শাহরুখের না থাকাটা মানতেই পারছেন না। তাঁদের মতে ডন একমাত্র শাহরুখ।
এই বিষয়ে বলে রাখা ভালো, ১৯৭৮ সালের ‘ডন’ ছবিতে প্রধান ভূমিকায় ছিলেন অমিতাভ বচ্চন এবং জিনাত। ২০০৬ এবং ২০১১ সালে মুক্তি পাওয়া ‘ডন’ এবং ‘ডন ২’ -তে শাহরুখ খান এবং প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা গিয়েছিল ডন এবং রোমার চরিত্রে। এবার ‘ডন ৩’ -তে আসছেন রণবীর সিং।
রণবীর সম্প্রতি ইনস্টাগ্রামে তাঁর ছোটবেলার তিনটি ছবি পোস্ট করে নিজের অনুভূতির কথা লেখেন এই ছবিতে কাস্ট হওয়ার পর। সেখানেই কমেন্ট করেন জিনাত আমান তথা ডন সাম্রাজ্যের আসল রোমা। এই বর্ষীয়ান অভিনেত্রী রণবীরের পোস্টে লেখেন, 'শুভেচ্ছা নিও রণবীর! শীঘ্রই তুমি তোমার ডনের জন্য যেন জংলি বিল্লিকে পেয়ে যাও।'
আসলে রোমার চরিত্রের ডাকনাম হচ্ছে জংলি বিল্লি। রোমার চরিত্রের একটি সংলাপে সে নিজেকে ‘জংলি বিল্লি’ বলেছিল, তো তারপর থেকে সেটাই তার ডাকনাম হয়ে ওঠে।
আরও পড়ুন: চোখে সানগ্লাস, হাতে বন্দুক, ছোটবেলার স্বপ্নপূরণ এই খুদের! চিনতে পারলেন কি
কী লিখেছিলেন রণবীর?
রণবীর তাঁর এই পোস্টে লেখেন, ‘ঈশ্বর! আমি বহু বহুদিন ধরে এটা করার স্বপ্ন দেখেছি। ছোটবেলা থেকেই আমি ভীষণ সিনেমার পোকা ছিলাম। আর অন্যান্যদের মতো আমিও হিন্দি সিনেমার দুই মহারথী অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানের প্রেমে পড়ি। ছোট থেকেই সব সময় চেয়ে এসেছি যে আমি যেন ওঁদের মতো হতে পারি। সত্যি বলতে ওঁদের দেখেই আমি হিরো, বলা ভালো হিন্দি ছবির হিরো হতে চেয়েছি। আমার জীবনে ওঁদের প্রভাব কী আর কতটা বলতে পারব না। আমি অভিনেতা বা মানুষ হিসেবে যা যতটা ওঁদের দেখেই শিখেছি। ওঁদের করে আসা কাজ এবার আমি এগিয়ে নিয়ে যাব, এটা যেন মনে হচ্ছে আমার ছেলেবেলার স্বপ্নপূরণ। ডন সাম্রাজ্যের অংশ হওয়া কত বড় দায়িত্ব সেটা আমি জানি। আমি আশা করব দর্শকরা আমায় একটা সুযোগ দেবেন এটা করে দেখানোর, ভালোবাসা দেবেন আমায় যেমনটা বিগত বছরগুলোতে দিয়ে এসেছেন। আমি আশা করব বিগ বি এবং শাহরুখ খান যাতে আমি আপনাদের গর্বিত করতে পারি। আর আমার দর্শকদের বলছি, আমি কথা দিচ্ছি বরাবরের মতো আমি আমার সেরাটা দিয়ে কাজটা করার চেষ্টা করব।’