
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
চলতি সপ্তাহে TRP রেটিংয়ে তৃতীয় নম্বরে আছে 'যমুনা ঢাকি'। জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিকের জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছে এটি। কিন্তু নতুন প্রোমো সামনে আসতেই যত সমস্যার সূত্রপাত। শুরু হল জবরদস্ত ট্রোলিং। অনেকে তো আবার ‘কে আপন কে পর’-এর জবার সঙ্গেও তুলনা করতে শুরু করে দিলেন যমুনা-কে।
আপাতত ধারাবাহিকটি চলছিল একজন মহিলা ঢাকির জীবন ও তাঁর সংগ্রামকে কেন্দ্র করে। কিন্তু সেই যমুনা ঢাক ছেড়ে হাতে গিটার তুলে নেওয়াতেই যত বিপত্তি। নেটিজেনদের দাবি একেবারে ভুল পদ্ধতিতে বাজানো হচ্ছে গিটার। আঙুলও ঠিকঠাক কর্ডে নেই। আবার যমুনা ইলেকট্রিক গিটার বাজাচ্ছে কিন্তু কোনও রকম এক্সটার্নাল অ্যামপ্লিফিকেশন ছাড়া। সেসব দেখে হাসির রোল উঠল সোশ্যাল মিডিয়ায়। শুধু ‘যমুনা’ ওরফে শ্বেতা ভট্টাচার্যকে নয়, নির্মাতাদেরও একহাত নিলেন সকলে।
শুধু গিটার বাজানো নয় জি বাংলার তরফে শেয়ার হওয়া প্রোমোতে দেখা যাচ্ছে যমুনা রবীন্দ্রনাথ সংগীত ‘মম চিত্তে’ গাইছে। যেখানে ভুল রয়েছে সুরে। রবি ঠাকুরের গানের এহেন দশা দেখে ধারাবহিক বন্ধ করার দাবি পর্যন্ত তুলেছেন কেউ কেউ। চুড়ান্ত ট্রোল হয়েছে সেই ভিডিয়োটি। কমেন্ট সেকশনে হাসির রোল। কেউ টানছেন রাণু মণ্ডলকে, তো কেউ আবার টানছেন জবা-কে। তো কেউ আবার যমুনাকে বাঁশি বাজানোর পরামর্শও দিয়ে ফেলেছেন। প্রোমো নিয়ে আপনার কী মতামত?
6.88% Weekly Cashback on 2025 IPL Sports